23.3 C
London
July 4, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সরকারি অভিবাসী হোটেলের রান্নাঘরেই চলছে অনলাইন ফুড ব্যবসা, তদন্তে হোম অফিস

ওয়েস্ট ইয়র্কশায়ারের ওয়েকফিল্ডে অবস্থিত চার-তারকা সিডার কোর্ট হোটেল, যেখানে সরকারের চুক্তিতে অভিবাসীদের আবাসন দেওয়া হচ্ছে, সেখানে ফাস্ট ফুড ডেলিভারি কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে ভিডিও ফুটেজে দেখা গেছে। ইউটিউবে প্রকাশিত ফুটেজে দেখা যায়, হোটেলের রান্নাঘর ব্যবহার করে ‘বিগ বয় বার্গার্স’ ও ‘অ্যাবসার্ড স্ট্যাকস’ নামে দুইটি ফুড ব্র্যান্ড Deliveroo এবং Uber Eats-এর মাধ্যমে খাবার সরবরাহ করছে।

এই কার্যক্রমকে সরকারি আবাসন ব্যবস্থার “অপব্যবহার” বলে অভিহিত করা হচ্ছে। সিডার কোর্ট হোটেলটি সরকারের সঙ্গে একটি লাভজনক চুক্তির আওতায় প্রতিদিন লক্ষ লক্ষ পাউন্ড ব্যয়ে অভিবাসীদের থাকার ব্যবস্থা করছে। তবে বর্তমানে এই চুক্তির শর্ত লঙ্ঘিত হয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করে রান্নাঘর ও ফুড ডেলিভারি কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। হোটেলের দরজায় একটি বোর্ডে স্পষ্টভাবে উল্লেখ ছিল, এটি ডেলিভারু ও উবার ইটসের পিক-আপ লোকেশন। যদিও রান্নাঘরটি ২০২৪ সালের সেপ্টেম্বরে পরিবেশগত স্বাস্থ্য বিভাগের কাছ থেকে পাঁচ তারকা রেটিং পেয়েছিল, তবু এ ঘটনার পর ওয়েকফিল্ড কাউন্সিল নতুন করে তদন্ত শুরু করেছে।

কাউন্সিল জানিয়েছে, অ্যাবসার্ড স্ট্যাকস নামে নিবন্ধিত একটি খাদ্য ব্যবসা হোটেল থেকে পরিচালিত হচ্ছে, যা নিয়মতান্ত্রিকভাবেই লাইসেন্সপ্রাপ্ত। তবে ভাইরাল ভিডিও প্রকাশের পর তারা পরিস্থিতি পুনর্মূল্যায়ন করছে।

এদিকে, এই ঘটনা সামনে আসার কয়েকদিন আগেই ডেইলি এক্সপ্রেস একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দাবি করা হয়—কেন্দ্রীয় লন্ডনের একটি অভিবাসী হোটেল থেকে অন্তত ১০ জন পুরুষ রাতের বেলা ডেলিভারি কাজে বের হচ্ছেন। তারা Deliveroo, Just Eat ও Uber Eats-এর ব্র্যান্ডেড ব্যাগ ও মোবাইল হোল্ডারসহ বাইক চালাচ্ছেন।

হোম অফিস একে “সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য” আখ্যা দিয়ে তাৎক্ষণিকভাবে সাইটের এই পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, হোটেলের কোনো অভিবাসী এই ডেলিভারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিল না, তবে বিষয়টি সম্পূর্ণ তদন্ত করা হবে।

Deliveroo এক বিবৃতিতে জানিয়েছে, অ্যাবসার্ড স্ট্যাকস একটি নিবন্ধিত ভার্চুয়াল ব্র্যান্ড হলেও হোটেলের সঙ্গে হোম অফিসের সম্পর্কের খবর জানার পর তারা ব্র্যান্ডটিকে তাদের প্ল্যাটফর্ম থেকে স্থগিত করেছে। Uber Eats-ও একইভাবে তাদের প্ল্যাটফর্মে রেস্তোরাঁটির অ্যাক্সেস স্থগিত করেছে এবং পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে।

এই ঘটনাগুলো অভিবাসী আবাসন ব্যবস্থার স্বচ্ছতা এবং সরকারি চুক্তির যথাযথ ব্যবহার নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

সূত্রঃ এক্সপ্রেস

এম.কে
০৪ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের খাবার পানি’র উৎস মিঠা পানির হ্রদে বিষক্রিয়া, বিপর্যয়ের শঙ্কা

নির্বাচনের আগে উইন্ড্রাশ কেলেঙ্কারি নিয়ে চরম বিপাকে কনজারভেটিভ সরকার

ইইউর সঙ্গে বাণিজ্যিক সর্ম্পক জোরদারের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর