TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে স্কিলড ওয়ার্কার ভিসা সহজ করতে নতুন বেতন কাঠামোর সুপারিশ MAC-এর

যুক্তরাজ্য সরকারের উপদেষ্টা সংস্থা মাইগ্রেশন অ্যাডভাইসরি কমিটি (MAC) পিএইচডি ডিগ্রিধারীদের জন্য স্কিলড ওয়ার্কার ভিসায় বিদ্যমান বেতন ছাড় তুলে দেওয়ার সুপারিশ করেছে। কমিটির মতে, ডক্টরেটধারীরা অন্যান্য দক্ষ কর্মীদের তুলনায় কম বেতন পান—এমন কোনো পরিসংখ্যানগত প্রমাণ নেই।

 

টাইমস হায়ার এডুকেশন–এর প্রতিবেদনে বলা হয়, স্কিলড ওয়ার্কার ভিসা ব্যবস্থার একটি বিস্তৃত পর্যালোচনার অংশ হিসেবে এই সুপারিশ করা হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে সাধারণ বেতন সীমা বাড়িয়ে ৪১,৭০০ পাউন্ড করার পর সরকার এই পর্যালোচনার দায়িত্ব দেয় MAC-কে।

কমিটি জানিয়েছে, পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্বাভাবিক বেতন সীমার নিচে থেকেও ভিসা পাওয়ার যে বিশেষ ছাড় রয়েছে, তার কোনো যৌক্তিক ভিত্তি নেই। ফলে এই ছাড় বাতিল করা হলে ভিসা ব্যবস্থায় স্বচ্ছতা ও সামঞ্জস্য বাড়বে বলে মত দিয়েছে MAC।

ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে সব গ্র্যাজুয়েটের জন্য একটি একক ‘নিউ এন্ট্রান্ট’ বেতন সীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে, যা হবে ৩৩,৪০০ পাউন্ড। MAC-এর ভাষ্য অনুযায়ী, এই স্তরের বেতন একজন সাধারণ নতুন গ্র্যাজুয়েটকে যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থার আওতায় কাজ করার সুযোগ দেবে এবং দীর্ঘমেয়াদে দেশটির জন্য আর্থিকভাবে লাভজনক থাকবে।

পর্যালোচনায় পোস্টডক্টরাল গবেষণা ও উচ্চশিক্ষা খাতে কর্মরতদের বিষয়টিও উঠে এসেছে। MAC সুপারিশ করেছে, পোস্টডক পদের বেতন সীমা সাধারণ স্কিলড ওয়ার্কার স্তর—৪১,৭০০ পাউন্ড—এই নির্ধারণ করা উচিত, যাতে আলাদা কোনো ছাড়ের প্রয়োজন না থাকে।

কমিটির বিশ্লেষণে আরও বলা হয়েছে, সাম্প্রতিক পিএইচডি গ্র্যাজুয়েটদের বেতন এবং স্কিলড ওয়ার্কার ভিসায় থাকা গড় কর্মীর বেতনের মধ্যে কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই। এর মাধ্যমে সেই প্রচলিত ধারণা চ্যালেঞ্জের মুখে পড়েছে যে পিএইচডিধারীরা তাঁদের যোগ্যতার তুলনায় কম বেতন পান।

বর্তমান নিয়ম অনুযায়ী, সদ্য গ্র্যাজুয়েটরা মানক হারের ৭০ শতাংশ বেতন পেতে পারেন, যদি তাঁদের আয় কমপক্ষে ৩৩,৪০০ পাউন্ড হয়। STEM বিষয়ে পিএইচডিধারীরা মানক হারের ৮০ শতাংশ বেতন পেলেও ন্যূনতম আয় একই থাকে, আর নন-STEM পিএইচডিধারীদের মানক হারের ৯০ শতাংশ বেতন পেতে হলে অন্তত ৩৭,৫০০ পাউন্ড আয় করতে হয়। MAC-এর সুপারিশ কার্যকর হলে এই জটিল ছাড় কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে।

সূত্রঃ দ্য ইকোনমিক টাইমস

এম.কে

আরো পড়ুন

বার্মিংহাম শিশু হাসপাতালে অসুস্থ শিশুর হৃদয়স্পর্শী ছবি ‘পোর্ট্রেট অব ব্রিটেন’ প্রতিযোগিতায় নির্বাচিত

ব্রিটেনে ফের ভয়াবহ সি. ডিফ সংক্রমণঃ এক বছরে মৃত্যু প্রায় ২ হাজারের বেশি

চীনকে টেক্কা দিতে জি-৭ নেতাদের নতুন পরিকল্পনা