26.9 C
London
August 25, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে হাম জ্বর ছড়িয়ে পড়ছেঃ টিকা না নেওয়ায় লিভারপুলে শিশুর মৃত্যু

যুক্তরাজ্যে লিভারপুলের অ্যাল্ডার হে চিলড্রেন’স হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে, যা চলতি দশকে যুক্তরাজ্যে হামজনিত দ্বিতীয় মৃত্যু। আক্রান্ত শিশুটির পরিচয় প্রকাশ করা হয়নি, তবে চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটি হামজনিত জটিলতায় মারা গেছে এবং তার অন্য স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শিশুটি হামের টিকা নিয়েছিল কিনা তা নিশ্চিত নয়।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ মার্সিসাইডে হাম রোগের সম্ভাব্য প্রাদুর্ভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে একই হাসপাতালে একাধিক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। আক্রান্ত শিশুদের অনেক অভিভাবক জানিয়েছেন, রোগের আকস্মিক ও দ্রুত ছড়িয়ে পড়া নিয়ে তারা আতঙ্কে রয়েছেন।

হাম একটি অতিমাত্রায় সংক্রামক রোগ। একবার সংক্রমিত হলে এটি প্রায় ১০ দিন পর্যন্ত ছড়াতে পারে। বিশেষজ্ঞদের তথ্য মতে, লিভারপুল এলাকায় টিকাদানের হার আশঙ্কাজনকভাবে কম, যার ফলে প্রতি ১,০০০ জনে অন্তত ২৮৮ জন হাম সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন।

লিভারপুলের জনস্বাস্থ্য পরিচালক অধ্যাপক ম্যাট অ্যাশটন বলেন, “হামের মতো সংক্রামক রোগ যদি অরক্ষিত জনগোষ্ঠীর মধ্যে ঢুকে পড়ে, তাহলে তা দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।”

অ্যাল্ডার হে হাসপাতালের পক্ষ থেকে অভিভাবকদের উদ্দেশে প্রকাশ করা খোলা চিঠিতে জানানো হয়েছে, এমএমআর টিকার হার কমে যাওয়ার কারণেই এই সংক্রমণের সংখ্যা বেড়েছে। এই টিকা হাম, মাম্পস ও রুবেলা থেকে রক্ষা করে এবং প্রায় ৯৭ শতাংশ কার্যকর।

হামের লক্ষণ শুরু হয় সাধারণ ঠান্ডার মতো: সর্দি, হাঁচি, জ্বর, কাশি ও চোখে পানি। কয়েক দিন পর মুখে সাদা দাগ ও সারা শরীরে লালচে র‍্যাশ দেখা দেয়। এটি সাধারণত চুলকায় না, তবে গাঢ় ত্বকে র‍্যাশ শনাক্ত করা কঠিন হতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, হাম হলে আক্রান্ত ব্যক্তিকে কমপক্ষে চারদিন ঘরে থাকতে হবে এবং গর্ভবতী নারী, নবজাতক ও দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। হামের উপসর্গ দেখা দিলে NHS ১১১-এ ফোন করে অথবা জিপির সঙ্গে দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য বিভাগ জোর দিয়ে বলছে, যেসব শিশু এমএমআর টিকা নেয়নি, তাদের দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রাপ্তবয়স্করাও যারা আগে টিকা নেয়নি, তারা চাইলেই NHS-এর মাধ্যমে এমএমআর টিকা নিতে পারে।

সূত্রঃ এক্সপ্রেস

এম.কে
১৩ জুলাই ২০২৫

আরো পড়ুন

বরিস জনসনের ব্যক্তিগত ফোন নাম্বার ১৫ বছর ধরে অনলাইনে

ম্যানচেস্টারে ভেজাল পণ্যের আস্তানায় পুলিশের অভিযান

অনলাইন ডেস্ক

প্রতি ১০ জনের মধ্যে ৪ জন জুনিয়র ডাক্তার এনএইচএস ছেড়ে যেতে চান

অনলাইন ডেস্ক