5.7 C
London
May 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ১৩ বছর আগের মামলার জন্য ৩৫ হাজার পাউন্ড দাবি, আদালতের দ্বারস্থ আইনি সংস্থা

ব্রিটেনের অভিবাসন বিষয়ক একটি ছোট আইনি সহায়তা প্রদানকারী দাতব্য সংস্থা ‘জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অব ইমিগ্র্যান্টস’ (JCWI) এবার সরকারের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হয়েছে। কারণ, লিগ্যাল এইড এজেন্সি (LAA) সংস্থাটির কাছে হঠাৎ ৩৫,০০০ পাউন্ড দাবি করেছে—একটি এমন মামলার জন্য যা শেষ হয়েছে ১৩ বছর আগে।

বিতর্কিত এই মামলাটি ছিল হোম অফিসের বিয়ের ভিসা নীতিমালা সংক্রান্ত, যা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। কিন্তু এত বছর পর এসে LAA দাবি করছে, JCWI তাদের কাছ থেকে ওই মামলার খরচ হিসেবে অর্থ পাওনা রয়েছে।

JCWI-র সহ-আইনি পরিচালক লরা স্মিথ জানান, এই মামলার বিষয়ে প্রথমবার প্রশ্ন তোলা হয় ২০২০ সালে, এক চুক্তি ব্যবস্থাপকের সফরে। এরপর ২০২১ সালে মামলাটি ‘নিষ্ক্রিয় কেস’ তালিকায় উঠে আসে এবং তাদের কাছে হালনাগাদ তথ্য চাওয়া হয়। JCWI তখন LAA-র কাছে প্রাসঙ্গিক রেকর্ড চায়, কিন্তু জানানো হয়—LAA-র কাছে সেই সময়কার কোনো নথিপত্র নেই।

JCWI-এর মতে, তারা প্রমাণ করেছে পুরো অর্থ তাদের দেনা নয় এবং আইন অনুযায়ী সময়সীমা পেরিয়ে যাওয়ায় কোনো অর্থই পরিশোধযোগ্য নয়।

তবুও, অর্থ না দিলে সংস্থাটির সব মাসিক অর্থপ্রাপ্তি স্থগিত রাখা হয়, যা তাদের আর্থিকভাবে একেবারে কোণঠাসা করে ফেলে।

লরা স্মিথ বলেন, “আমাদের নগদ প্রবাহ এমনিতেই সংকটাপন্ন। মাসিক পেমেন্ট বন্ধ হয়ে গেলে আমরা কর্মীদের বেতন দিতে পারতাম না। এমনকি অফিস বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতো। তাই আমরা বাধ্য হয়ে পুরো টাকা দিয়ে দিয়েছি।”

স্মিথ আরও বলেন, “ আমরা একটি দাতব্য সংস্থা। আমাদের কোনো মুনাফা নেই যে এই ক্ষতি সেখান থেকে মেটাবো।”

বর্তমানে JCWI এই অন্যায্য দাবির বিরুদ্ধে বিচারিক পর্যালোচনার (Judicial Review) আবেদন করেছে।

এদিকে, পুরো বিষয় নিয়ে যুক্তরাজ্যের ন্যায়বিচার মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে বলে জানা যায়।

সূত্রঃ দ্য ল’ সোসাইটি গেজেট

এম.কে
২২ মে ২০২৫

আরো পড়ুন

আগামীকাল(৮ জানুয়ারী) যুক্তরাজ্যে তুষারপাতের সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর

টিউলিপ সিদ্দিকীর রাজনীতির হাতেখড়ি এক স্বৈরশাসকের হাতে

লন্ডনে শেখ কামাল স্মরণে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন