15.6 C
London
September 21, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের অক্সফোর্ড স্ট্রিটে যান চলাচল বন্ধ, পথচারীদের জন্য উন্মুক্ত হচ্ছে সড়ক

লন্ডনের অন্যতম ব্যস্ততম সড়ক অক্সফোর্ড স্ট্রিট আগামীকাল থেকে নতুন রূপে যাত্রা শুরু করতে যাচ্ছে। পুরো সড়কটি ট্রান্সপোর্ট ফর লন্ডনের অধীনে দেওয়া হচ্ছে, যার অংশ হিসেবে যান চলাচল বন্ধ করে এটিকে সম্পূর্ণ পথচারী-বান্ধব এলাকায় রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা এই প্রকল্প বাস্তবায়নের পথে এক গুরুত্বপূর্ণ ধাপ এটি।

অক্সফোর্ড স্ট্রিটকে যানবাহনমুক্ত করার প্রক্রিয়া এতদিন নানা কারণে জটিল হয়ে উঠেছিল। তবে এবার মেয়রের উদ্যোগে একটি উন্নয়ন কর্পোরেশন গঠন করা হচ্ছে, যা পুরো প্রকল্প পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে মেয়র সরাসরি এই এলাকার উন্নয়ন ও পরিবর্তনে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

তবে সিদ্ধান্তটি ঘিরে স্থানীয়দের মধ্যে মতভেদ রয়েছে। কিছু ব্যবসায়ী মনে করছেন, সড়কে যান চলাচল বন্ধ হলে তাদের ব্যবসার ক্ষতি হতে পারে। বিপরীতে অনেকে মনে করছেন, এই পরিবর্তনই অক্সফোর্ড স্ট্রিটকে নতুনভাবে সাজাতে এবং ক্রেতা-পর্যটক আকর্ষণে সহায়ক হবে।

বিশেষজ্ঞরা বলছেন, পথচারী-বান্ধব এই উদ্যোগ লন্ডনের নগরায়ণে নতুন দিগন্ত খুলে দিতে পারে। দীর্ঘদিনের যানজট ও ভিড় থেকে মুক্ত হয়ে অক্সফোর্ড স্ট্রিট আবারও শহরের প্রাণকেন্দ্রে পরিণত হওয়ার সুযোগ পাচ্ছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
২১ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

ফিলিস্তিন স্বীকৃতিতে যুক্তরাজ্যকে কঠোর হুমকি দিল ইসরায়েল

যুক্তরাজ্যে ভুয়া সনদে ২০ বছর সরকারি চিকিৎসক, ফেরত দিতে হবে বেতনের টাকা

যুক্তরাজ্যে স্টুডেন্ট ফাইন্যান্সের বিকল্প ঋণের নির্দেশিকা পরিকল্পনা