TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের অভিবাসন সংস্কার নিয়ে লেবার সরকারকে সতর্ক করলেন সাদিক খান

যুক্তরাজ্যের লেবার সরকারের সাম্প্রতিক অভিবাসন সংস্কারের কঠোর সমালোচনা করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। তিনি বলেন, অভিবাসন ইস্যুতে “অভিবাসীদের বিরুদ্ধে নিরলস দানবায়ন এবং নিচের দিকে নামার রাজনৈতিক প্রতিযোগিতা” থেকে সরে আসা জরুরি।

মধ্য লন্ডনে ফ্যাবিয়ান সোসাইটির নববর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে সাদিক খান বিশেষভাবে সমালোচনা করেন সেটেলড স্ট্যাটাস অর্জনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের। গত বছর সরকার ঘোষণা দেয়, অভিবাসীদের জন্য ইনডেফিনিট লিভ টু রিমেইন (ILR) পাওয়ার সময় ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হবে। খান বলেন, এই সিদ্ধান্ত অভিবাসীদের দেশের ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ততা তৈরি না করে বরং সেই বন্ধন দুর্বল করবে।

শরণার্থী নীতিতেও সরকারের সংস্কার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন লন্ডনের মেয়র। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শরণার্থী মর্যাদা স্থায়ী না রেখে অস্থায়ী করা হবে এবং প্রতি ৩০ মাস অন্তর নবায়ন করতে হবে। পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে সময় লাগবে প্রায় ২০ বছর। স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ এ বিষয়ে বলেছিলেন, “এই দেশে স্থায়ীভাবে বসবাস করা কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুযোগ।”

তবে সাদিক খানের মতে, এই নীতি শরণার্থীদের দীর্ঘদিন অনিশ্চয়তার মধ্যে আটকে রাখবে এবং সামাজিকভাবে আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করবে।

রিফর্ম ইউকের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রেক্ষাপটে সরকারকে ভিন্ন কৌশল নেওয়ার আহ্বান জানান খান। তিনি বলেন, প্রগতিশীলদের দায়িত্ব হলো “নিয়ন্ত্রিত অভিবাসনের পক্ষে নিঃসংকোচে ইতিবাচক অবস্থান নেওয়া।” অভিবাসন ও সামাজিক সংহতি নিয়ে গত এক দশকের তিক্ত রাজনৈতিক ভাষা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

একই সঙ্গে রিফর্ম ইউকে ও কনজারভেটিভদের সমালোচনা করে সাদিক খান বলেন, তারা লন্ডনকে একটি পতনশীল ও অনিরাপদ শহর হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। রিফর্মের মেয়র প্রার্থী লায়লা কানিংহামের মন্তব্যের জবাবে খান বলেন, লন্ডন বিশ্বের অন্যতম সেরা শহর—এই বাস্তবতা আড়াল করতেই রাজনৈতিকভাবে শত্রু তৈরি করা হচ্ছে এবং সমাজের সব সমস্যার দায় অভিবাসীদের ওপর চাপানো হচ্ছে।

সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে সাদিক খান আসন্ন গর্টন অ্যান্ড ডেন্টন উপনির্বাচনে অ্যান্ডি বার্নহামের প্রার্থী হওয়ার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, অ্যান্ডি বার্নহাম যদি সংসদ সদস্য হতে চান, তাহলে তাকে সেই সুযোগ দেওয়া উচিত—যা লেবার পার্টির উপনেত্রী লুসি পাওয়েলের বক্তব্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

সূত্রঃ দ্য নিউজ স্টেইটমেন্ট

এম.কে

আরো পড়ুন

রাজা চার্লসের সিদ্ধান্তঃ ভাই অ্যান্ড্রুর উপাধি প্রত্যাহার, প্রাসাদ ছাড়ার নির্দেশ

স্কুল ইউনিফর্ম কিনতে গিয়ে ঋণের ফাঁদে যুক্তরাজ্যের পরিবারগুলো

বাঙালিপাড়া ঘুরে গেলেন ব্রিটিশ রাজা

নিউজ ডেস্ক