4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের অভিবাসীদের জন্য ব্যবস্থা করা হচ্ছে ভাসমান ঘর

ব্রিটিশ মিডিয়ার খবর অনুযায়ী, ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসা অভিবাসীদের ৫০০ জনকে একটি ভাসমান বার্জে রাখা হতে পারে৷ এর আগে ডাচ সরকার এমন উদ্যোগ নিয়েছিল৷

ব্রিটিশ পত্রপত্রিকা বলছে, বিবি স্টকহোম নামের একটি বার্জে ৫০০ জন অভিবাসীকে রাখার ঘোষণা শিগগিরই দিতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

ব্রিটিশ পত্রিকার খবরে বলা হয়েছে, পোর্টল্যান্ড বন্দর কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেয়া হয়েছে৷ সরকারের এক মুখপাত্র সরাসরি কিছু না বললেও জানান, অভিবাসনের চাপ বেড়েছে এবং তা সামাল দিতে হোটেলের বাইরে অন্যান্য আবাসন ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার৷

রোববার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান বার্জের বিষয়ে কিছু বলেননি৷ তবে অভিবাসনপ্রত্যাশীদের থাকার জায়গা দিতে সর ধরনের ভূমি, অঞ্চল ও জাহাজের বিকল্পগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান৷

তবে স্বরাষ্ট্র দপ্তরের ফাঁস হওয়া নথির বরাত দিয়ে লন্ডনের একটি পত্রিকা লিখেছে, হোটেলে খরচ বেশি হওয়ায় বার্জ ও জাহাজে অভিবাসীদের রাখার কথা ভাবা হচ্ছে৷

এর আগে ২৯ মার্চ ব্রেভারম্যান টুইটবার্তায় জানান কিভাবে অভিবাসন সিস্টেমের সংস্কারের চেষ্টা করছে তার দপ্তর৷ সেখানে অনিয়মিত অভিবাসীদের আগমনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে লেখা হয়, তাদের জন্য সস্তা থাকার জায়গা দেখা হবে৷ এছাড়াও আরো কিছু উদ্যোগের কথা লেখা হয়৷

বিবি স্টকহোমকে ৯৩ মিটার লম্বা বিরাট জাহাজ হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যম৷ একে ফ্লোটেল বা ভাসমান হোটেল হিসেবেও উল্লেখ করেছে তারা৷ একে পোর্টল্যান্ড বন্দরে নোঙ্গর করা হবে৷ পত্রিকার খবর অনুযায়ী, এর জন্য প্রতিদিন ২০ হাজার পাউন্ড খরচ হবে৷ একটি ইউটিউব ভিডিওতে বিবি স্টকহোমে কি কি সুবিধা আছে তা তুলে ধরা হয়েছে৷

 

 

 

 

 

এই বন্দরে যেহেতু আরো অনেক জাহাজ আসে এবং অন্যান্য কর্মকাণ্ড পরিচালিত হয়, এখানে বিমানবন্দরের মত নিরাপত্তা ব্যবস্থা চালু করা আছে বলে জানিয়েছে সেখানকার এক সূত্র৷

বিবি স্টকহোমে ২২২টি বেডরুম আছে৷ আছে টিভি ও গেমস রুম, জিম ও বার৷ এর আগে ডাচ সরকার অভিবাসী ও একটি গ্যাস প্ল্যান্টের শ্রমিকদের জন্য এই বার্জটি ব্যবহার করেছে৷ বার্জটি এখন ইটালির জেনোয়া বন্দরে আছে৷

ডাচ সরকার ব্যবহারের পর বার্জটিতে কিছু সংস্কার আনা হয়েছে৷ তখন এর পরিবেশ ‘নিপীড়নমূলক’ বলে সমালোচনা ছিল৷ এছাড়া পোর্টল্যান্ড বন্দর এর আগে ভাসমান কারাগারের এলাকা হিসেবে ব্যবহৃত হত৷

এই মুহূর্তে ব্রিটিশ সরকার ৫০ হাজার শরণার্থীর থাকার জন্য দিনে ৬০ লাখ পাউন্ড খরচ করে৷ বিবি স্টকহোমে এর এক শতাংশের জায়গা হবে৷ তবে, এই এক শতাংশের জন্য খরচ অনেক কম পড়বে৷

ঘোষণা আসার আগেই এই বিকল্পের বিরোধিতা শুরু হয়ে গেছে৷ বিরোধিতাকারীদের মধ্যে রয়েছেন কনজারভেটিভ পার্টির এমপি রিচার্ড ড্র্যাক্স৷ এর বিরুদ্ধে আইনি লড়াইয়েও যেতে পারেন তারা৷

রিচার্ড ড্র্যাক্স বলেন, ‘‘আমরা আইনের দিকগুলো দেখছি৷ এই উদ্যোগ বাতিলের সব চেষ্টা আমরা করব৷’’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলও এর বিরোধিতা করছেন৷ তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অনিয়মিত অভিবাসীদের আগমন ঠেকাতে অনেক জোর দিয়েছেন৷ তার মতে, এই জায়গাটি খুবই ‘গেঁয়ো’ এবং এতগুলো মানুষকে রাখার জন্য যথার্থ নয়৷

রিফিউজি কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন বলেন, তিনি খুবই চিন্তিত৷ এই গুজব সত্যি হলে তা এই মানুষগুলোর প্রয়োজনের তুলনায় তা খুবই বেমানান হবে বলে মনে করেন তিনি৷

 

আরো পড়ুন

বিলেতে বাড়ি কেনাবেচাঃ ফ্যামিলি বুস্ট মর্গেজ

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে অনিশ্চয়তায় এক বাংলাদেশি ‘সমকামী’ আশ্রয়প্রার্থী

যুক্তরাজ্যে রাজতন্ত্রের প্রতি উষ্মা প্রকাশ করেছেন সাধারণ জনগণ