আরেকটি আর্কটিক ব্লাস্টের মুখোমুখি যুক্তরাজ্য যা উত্তর ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে বিপর্যস্ত করবে। বড়দিনের ছুটিতে এ অঞ্চলে কনকনে শীতল হাওয়ার পাশাপাশি তুষারপাত ঘটবে বলে জানিয়েছে মেট অফিস। তবে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের আবহাওয়া ঠিক কবে এবং কতোটা বিরূপ আকার ধারণ করবে তা এখনই বলা যাচ্ছে না।
ব্রিটিশ ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জিম ডেল সংবাদমাধ্যমকে বলেন, এবারের ক্রিসমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো শীতল আবহাওয়া আরেকবার হাজির হবে বলে মনে হচ্ছে। এই ঠাণ্ডা দক্ষিণে কখন পৌঁছাবে তা এখনও বলা যাচ্ছে না।
তিনি বলেন, কনকনে ঠাণ্ডা হাওয়ার পাশাপাশি শীতকালীন বৃষ্টিপাত দেখা দেবে। সম্ভবত লিভারপুল, ম্যানচেস্টার, লিডস এবং স্কটল্যান্ডের উপর তুষারপাত দেখা যাবে। গড় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং কিছুক্ষেত্রে এটি মাইনাস ১০ ডিগ্রিতে নেমে আসতে পারে।
যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটের আবহাওয়া অফিসের পেইজে ২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কতা দেওয়া আছে। সেখানে বন্যার জন্যেও একটি সতর্কতা দেখানো হয়েছে।
২১ ডিসেম্বর ২০২২
নিউজ ডেস্ক