যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন নিয়ে কনজারভেটিভ দল একের পর এক খারাপ খবর পাচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায় যক্তরাজ্যের বর্তমান সরকারের মন্ত্রিপরিষদ মন্ত্রী মাইকেল গভ নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন।
গভ বলেন তিনি ঋষি সুনাককে প্রধানমন্ত্রী হিসাবে ফিরে আসতে সর্বাত্মক সমর্থন করে যাবেন। তবে এখন নতুন প্রজন্মের কাছে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। তাছাড়া আরো এক খবরে জানা যায় প্রতি ৫ জনে ১ জন সংসদ সদস্য ৪ জুলাইয়ের সংসদ নির্বাচনে অংশ নিবেন না বলে ঘোষণা দিয়েছেন। যাদের মধ্যে কনজারভেটিভ দলের ৭০ জন, লেবার পার্টির ২০ জন ও এসএনপি থেকে নয় জন বলে জানা যায়। কনজারভেটিভ পার্টি হতে ৭০ জনের মতো নির্বাচনে অংশ না নেওয়া মানসিকভাবে দলকে পিছিয়ে দিতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য ইতোমধ্যে যুক্তরাজ্যের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন লেবার ও কনজারভেটিভ দলের পার্টি প্রধান।
নির্বাচন প্রচারের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী ঋষি সুনাক উত্তর আয়ারল্যান্ড সফর করেছেন এবং লেবার নেতা কেয়ার স্টারমার তার দলের জন্য স্কটল্যান্ডে প্রচারনা শুরু করেছেন।
উল্লেখ্য যে, স্টারমার গ্লাসগোতে একটি ইভেন্টে বলেছেন কেবল লেবার পার্টিই দেশের ভিতরে বিভিন্ন “বিশৃঙ্খলা বন্ধ করতে” পারে। কারণ লেবার পার্টির দেশ চালানোর জন্য পরিকল্পনা রয়েছে।
এর আগে বিবিসির সাথে কথা বলার সময় স্টারমার বলেছিলেন, তার দল বুঝেশুনেই প্রতিশ্রুতি দিচ্ছে তারা জানেন কিভাবে তারা পূরণ করতে পারে।
সূত্রঃ বিবিসি
এম.কে
২৪ মে ২০২৪