17.6 C
London
September 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ডাবলিনে হামলার জেরে রাস্তায় নামলেন অভিবাসীরা, বর্ণবাদ বন্ধের দাবি

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এক ভারতীয় নাগরিকের উপর হামলার ঘটনার প্রতিবাদে মৌন মানববন্ধনের আয়োজন করেছেন দেশটিতে বসবাসরত ভারতীয়রা। ১৩ আগস্ট অনুষ্ঠিত এ কর্মসূচিতে শুধু ভারতীয় নন, স্থানীয় আয়ারল্যান্ডবাসী ও আফ্রিকান অভিবাসীরাও সংহতি প্রকাশ করেন।

বিভিন্ন বয়সী নারী-পুরুষের হাতে ছিল নানা ব্যানার ও ফেস্টুন। সেখানে লেখা ছিল—‘‘বর্ণবাদকে না বলুন’’, ‘‘আমি এ দেশ ছেড়ে চলে যাচ্ছি’’—যা অভিবাসীদের দীর্ঘদিনের ক্ষোভ ও নিরাপত্তাহীনতার অনুভূতিকে প্রকাশ করে।

আয়োজকরা জানান, সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ডে অভিবাসীদের উপর বর্ণবাদী হামলা বেড়ে চলেছে। আক্রান্ত ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পর্যাপ্ত আইনি সুরক্ষা পাচ্ছেন না বলে অভিযোগ। এ অবস্থায় ডাবলিনে আয়োজিত এই মৌন প্রতিবাদ বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের প্রতীক হয়ে উঠেছে।

প্রতিবাদকারীরা দাবি করেন, সরকারকে দ্রুত বর্ণবাদ বিরোধী আইন কার্যকর ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো অভিবাসী এ ধরনের হামলার শিকার না হন। তারা অভিবাসীদের নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিতের জন্যও আহ্বান জানান।

সূত্রঃ ইনফোমাইগ্রেন্টস

এম.কে
১৬ আগস্ট ২০২৫

আরো পড়ুন

নৌকা ফেরাও, শরনার্থী আইন আসছে ব্রিটেনে

যুক্তরাজ্যের ৭০ বছরের মধ্যে সবচেয়ে বেশি পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা

যুক্তরাজ্যে ফ্লাইট টিকেট বুকিং চালু করেছে উবার