আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে এক ভারতীয় নাগরিকের উপর হামলার ঘটনার প্রতিবাদে মৌন মানববন্ধনের আয়োজন করেছেন দেশটিতে বসবাসরত ভারতীয়রা। ১৩ আগস্ট অনুষ্ঠিত এ কর্মসূচিতে শুধু ভারতীয় নন, স্থানীয় আয়ারল্যান্ডবাসী ও আফ্রিকান অভিবাসীরাও সংহতি প্রকাশ করেন।
বিভিন্ন বয়সী নারী-পুরুষের হাতে ছিল নানা ব্যানার ও ফেস্টুন। সেখানে লেখা ছিল—‘‘বর্ণবাদকে না বলুন’’, ‘‘আমি এ দেশ ছেড়ে চলে যাচ্ছি’’—যা অভিবাসীদের দীর্ঘদিনের ক্ষোভ ও নিরাপত্তাহীনতার অনুভূতিকে প্রকাশ করে।
আয়োজকরা জানান, সাম্প্রতিক সময়ে আয়ারল্যান্ডে অভিবাসীদের উপর বর্ণবাদী হামলা বেড়ে চলেছে। আক্রান্ত ব্যক্তিরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পর্যাপ্ত আইনি সুরক্ষা পাচ্ছেন না বলে অভিযোগ। এ অবস্থায় ডাবলিনে আয়োজিত এই মৌন প্রতিবাদ বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের প্রতীক হয়ে উঠেছে।
প্রতিবাদকারীরা দাবি করেন, সরকারকে দ্রুত বর্ণবাদ বিরোধী আইন কার্যকর ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো অভিবাসী এ ধরনের হামলার শিকার না হন। তারা অভিবাসীদের নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিতের জন্যও আহ্বান জানান।
সূত্রঃ ইনফোমাইগ্রেন্টস
এম.কে
১৬ আগস্ট ২০২৫