9.4 C
London
November 15, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ পদত্যাগ করেছেন

যুক্তরাজ্যে লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে নানা ধরনের রাজনৈতিক চাপ তাদের উপর অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের বর্তমান চিফ অব স্টাফ হিসাবে কর্মরত ছিলেন সু গ্রে। কিন্তু নিজের উপর রাজনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ায় সু গ্রে কেয়ার স্টারমারের চিফ অফ স্টাফ পদ হতে পদত্যাগ করেছেন।

সু গ্রে এর স্থানে লেবার পার্টির প্রভাবশালী সদস্য মরগান ম্যাকসুইনি চিফ অফ স্টাফ নিযুক্ত হবেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। সু গ্রে’কে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দূত হিসাবে নতুন ভূমিকায় দেখা যাবে বলে জানা গিয়েছে। সু গ্রে জানিয়েছেন, তিনি তার নতুন ভূমিকায় দায়িত্ব গ্রহণ করতে সদা প্রস্তুত।

ডাউনিং স্ট্রিট নিশ্চিত করেছে পলিসি ইউনিটের পরিচালক নিন পণ্ডিতকে প্রধানমন্ত্রীর সংসদীয় কমিটির বেসরকারী সচিব পদে নিযুক্ত করা হয়েছে। তাছাড়া প্রাক্তন সাংবাদিক জেমস লিয়নস হেড অব স্ট্রাটেজিক কমিনিউকেশনে পদে যোগ দিবেন বলে জানা যায়।

উল্লেখ্য যে, ১০ নং ডাউনিং স্ট্রিটের রাজনৈতিক পরিচালক বিদ্যা আলেকসন এবং সরকারী রিলেশন ডাইরেক্টর জিল কুথবার্টসনকে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ডেপুটি চিফস অফ স্টাফ হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
০৬ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

লন্ডনের হোটেলে চুরির অভিযোগে ২ কিশোর ভাইয়ের বিরুদ্ধে পরোয়ানা

অনলাইন ডেস্ক

এক নজরে যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচন

ব্রিটেনের ইতিহাসের প্রথম মুসলিম মন্ত্রী বর্ণবাদের শিকার!

অনলাইন ডেস্ক