14.8 C
London
November 7, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের বার্মিংহাম ও ওয়ালসালে শিশুদের ভবিষ্যৎ গড়তে নতুন প্রকল্প চালু

ওয়েস্ট মিডল্যান্ডসের শিশুদের দারিদ্র্য থেকে মুক্ত করে তাদের উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে নতুন এক উদ্যোগের সূচনা হয়েছে। ‘ক্র্যাডল টু ক্যারিয়ার’ (Cradle to Career) নামের এই কর্মসূচিটি পরিচালনা করছে যুক্তরাজ্যের সামাজিক উন্নয়নমূলক চ্যারিটি রাইট টু সাকসিড (Right to Succeed)।

প্রথম ধাপে কর্মসূচিটি শুরু হয়েছে ওয়ালসালের ব্ল্যাকেনল (Blakenall) এবং বার্মিংহামের বর্ডেসলি গ্রিন (Bordesley Green) এলাকায়। প্রকল্পটি ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে আরও চারটি ওয়ার্ডে সম্প্রসারিত হবে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিশুদের সাক্ষরতা বৃদ্ধি, বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, এবং পরিবারভিত্তিক সহায়তার ব্যবস্থা শক্তিশালী করা। সংস্থার তথ্যমতে, ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চলে বর্তমানে ৩৬ শতাংশ শিশু দারিদ্র্যের মধ্যে বসবাস করছে, যা যুক্তরাজ্যের সর্বোচ্চ হার।

প্রকল্পটিতে অংশ নিচ্ছে স্থানীয় প্রশাসন, ওয়েস্ট মিডল্যান্ডসের মেয়র অফিস, দ্য রিগবি ফাউন্ডেশন (The Rigby Foundation) এবং ন্যাশনাল লটারি ফাউন্ডেশন (National Lottery Foundation)।

ওয়েস্ট মিডল্যান্ডসের মেয়র রিচার্ড পার্কার বলেন, “ওয়েস্ট মিডল্যান্ডসের প্রতিটি তরুণেরই জীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাওয়া উচিত—এটাই আমাকে অনুপ্রাণিত করে। যখন আমরা আমাদের তরুণদের পাশে দাঁড়াই, তখন আমরা আমাদের অঞ্চলের ভবিষ্যৎকে শক্তিশালী করি। শিক্ষা, যত্ন ও সহায়তার মাধ্যমে আমরা তাদের প্রতিভাকে বিকশিত করতে পারি।”

দ্য রিগবি ফাউন্ডেশনের চেয়ারম্যান স্টিভ রিগবি বলেন, “আমাদের তরুণদের জন্য ভবিষ্যৎ সম্ভাবনাময়। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় ‘ক্র্যাডল টু ক্যারিয়ার ওয়েস্ট মিডল্যান্ডস’ প্রকল্পটি নিশ্চিত করবে যে অঞ্চলের প্রতিটি শিশু উন্নতির সুযোগ পাবে।”

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

লকডাউন পুনরুদ্ধারের ‘রোডম্যাপ’

অনলাইন ডেস্ক

আশ্রয়প্রার্থীদের দ্বীপে পাঠানোর বিল আগামী সপ্তাহে পার্লামেন্টে তুলবেন প্রীতি প্যাটেল

পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক না পরলে ২০০ পাউন্ড জরিমানা!