TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনঃ এক্সিট পোল লেবার পার্টির ভূমিধস বিজয়ের ইঙ্গিত দিচ্ছে

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এক্সিট পোলের তথ্যমতে নির্বাচনে ব্রিটেনের লেবার পার্টি ভূমিধস বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ১৪ বছরের অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার পর ভোটাররা প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার দল কনজারভেটিভ পার্টিকে প্রত্যাখ্যান করে শাস্তি প্রদান করেছে বলে অনেকে মত প্রকাশ করেন।

এক্সিট পোলের ফলাফল হতে ধারনা পাওয়া যায় ব্রিটেনের ৬৫০ আসনের মধ্যে লেবার পার্টি প্রায় ৪১০ টি আসন পেতে যাচ্ছে এবং কনজারভেটিভ পার্টি ১৩১ টি আসন পেতে পারে৷ এটি হবে কনজারভেটিভ পার্টির জন্য দুই শতাব্দীর ইতিহাসে সবচেয়ে খারাপ ফলাফল যা তাদের দলে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি কর‍তে পারে।

এক্সিট পুলের পূর্বাভাস হতে আরো ধারনা পাওয়া যায় লিবারেল ডেমোক্র্যাটরা ৬১টি আসন, ডানপন্থী ও অভিবাসন বিরোধী রিফর্ম ইউকে ১৩টি আসন, ইউকে গ্রিন পার্টি ২টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি, এসএনপির ১০টি আসন পাওয়ার বিষয়ে জানিয়েছে এক্সিট পুলের জরিপ।

লেবার দলের নেতা বাম ঘরানার কেয়ার স্টারমারই হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী যা এক্সিট পুলের ফলাফল হতে পরিষ্কার ধারনা পাওয়া যায় বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এপি।

ব্রিটেনের বর্তমান নির্বাচনের ফলাফল ১৯৯৭ সালের সাধারণ নির্বাচনকে স্মরণ করিয়ে দিচ্ছে বলে মত প্রকাশ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ১৯৯৭ সালে টনি ব্লেয়ার লেবারকে ভূমিধস বিজয়ে নেতৃত্ব দিয়েছিলেন বলে তথ্যমতে জানা যায়।

সূত্রঃ এপি

এম.কে
০৫ জুলাই ২০২৪

আরো পড়ুন

নভেম্বর থেকে খুলছে থাইল্যন্ডের প্রধান পর্যটন কেন্দ্রগুলো

রুয়ান্ডা পরিকল্পনা বাতিল হলেও ক্ষতিপূরণ দিতে হবে নতুন যুক্তরাজ্য সরকারকে

অটাম বাজেট ২০২৪: বিলেতের অর্থনীতি এবং প্রপার্টি সেক্টর এর সম্ভাব্য পরিবর্তন

নিউজ ডেস্ক