12 C
London
November 5, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধের আইন কার্যকরী হয়েছে

যুক্তরাজ্যে সরকার স্কুলে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা নিশ্চিত করেছে। যুক্তরাজ্যের স্কুলগুলোর প্রধান শিক্ষকদের জন্য দিকনির্দেশনা প্রকাশ করেছে সরকার। স্কুলের বিভিন্ন ইউনিয়ন জানিয়েছে ইতোমধ্যে মোবাইল ফোন ব্যবহার বন্ধের আইন গৃহীত হয়েছে এবং এর উপর ভিত্তি করে চর্চাও শুরু হয়েছে।

সরকারের শিক্ষা বিভাগের এই পরিকল্পনাকে একজন প্রধান শিক্ষিকা সাদরে গ্রহণ করে বলেন, এই আইন স্কুলের জন্য এবং শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে। যদিও বিভিন্ন অভিভাবকদের নিকট হতে প্রতিরোধ আসার সম্ভাবনা রয়েছে।

সরকারের শিক্ষা বিভাগের গাইডলাইনে বিদ্যালয়কে নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য বিভিন্ন উপায় বাতলে দিয়েছে। তার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ফোন বাড়িতে রেখে যাওয়ার প্রতি নির্দেশনা অথবা লকারে ফোন রাখতে বাধ্য করা যাতে শিক্ষার্থীরা স্কুল চলাকালীন সময়ে তা ব্যবহার করতে না পারে অথবা ফোনের শব্দও তাদের কানে না যায়।

অফকমের ডেটা অনুযায়ী দেখা যায় যে ৯৭% শিশুরা ১২ বছর বয়সে একটি মোবাইল ফোনের অধিকারী হয়। যা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সামাজিক চাপের মুখে ফেলে দেয়।

সোমবার এই পরিকল্পনা সম্পর্কে সাক্ষাৎকারে, শিক্ষা সচিব গিলিয়ান কেগান বলেন, ডিএফই প্রধান শিক্ষকদের সাথে আলোচনা চালিয়ে যাবে। যাতে স্কুলে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার জন্য স্কুলকে আরো ক্ষমতায়িত করা যায়। স্কুলে বাচ্চারা শিক্ষা অর্জনের জন্য যায় কিন্তু একটি ফোন তাদেরকে বিচ্যুত করে তাদের লক্ষ্যে পৌঁছাতে।

জাতীয় শিক্ষা ইউনিয়নের সাধারণ সম্পাদক ড্যানিয়েল কেবেদ বলেন, ” বেশিরভাগ বিদ্যালয়ে ইতোমধ্যে মোবাইল ফোনের সমস্যাগুলি মোকাবেলার জন্য নীতিমালা রয়েছে। তবে সরকারের শিক্ষা বিভাগের দেয়া গাইডলাইন হতে সামান্য পার্থক্য থাকতে পারে। পূর্বে যারা মনে করেছিলেন মোবাইল ফোন শিশুদের আরো স্মার্ট করে গড়ে তুলতে পারে তাদের ভুল তারা বুঝতে পেরেছেন। মোবাইল ফোন শিশুদের মনে সামাজিক চাপের সৃষ্টি করে। যা একজন শিশুর মন বিকশিত হতে বড় সমস্যার সৃষ্টি করে।”

উল্লেখ্য যে, বাচ্চাদের ফোন ব্যবহার এবং তা হতে ক্ষতিকারক সামগ্রী অ্যাক্সেস করতে পারার কারণে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। কিছুদিন পূর্বে এক নৃশংস ঘটনায় খুন হওয়া কিশোরী ব্রায়েনা ঘেয়ের মা এস্টার ঘে প্রযুক্তি সংস্থাগুলিকে দায়ী করেছেন তার সন্তানকে হারানোর জন্য। এস্টার ঘে’র দাবি ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ায় অ্যাক্সেস থেকে বিরত রাখার ব্যবস্থা করা উচিত স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর। স্যোশাল মিডিয়া ব্যবহার করে ১৬ বছরের কম বয়সের শিশুরা নানা ধরনের অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
১৯ ফেব্রুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

যুক্তরাজ্যে কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্টে প্রথম সংক্রমণ

ব্রিটেনে তিন মাসে ৪ হাজারে বেশি অভিবাসী, নতুন রেকর্ড

প্রিন্সেস ডায়ানার মূর্তি উন্মোচনে একত্রিত প্রিন্স উইলিয়াম ও হ্যারি