TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের হ্যাকনির ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ছয় মাসব্যাপী নতুন সহায়তা কর্মসূচি

হ্যাকনির ক্ষুদ্র ব্যবসায়ীরা পাচ্ছেন নতুন করে এগিয়ে যাওয়ার সুযোগ। যুক্তরাজ্য সরকারের শেয়ার্ড প্রস্পেরিটি ফান্ডের অর্থায়নে শুরু হয়েছে ‘হ্যাকনি ইমপ্যাক্ট’-এর দ্বিতীয় পর্ব। এই ছয় মাসব্যাপী কর্মসূচিতে ৯০টিরও বেশি উদ্যোক্তা ও ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে উন্নয়ন, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং সহায়তা দেওয়া হবে, যাতে তারা নিজেদের ব্যবসা সম্প্রসারণ ও নতুন সুযোগ সৃষ্টিতে সক্ষম হয়।
প্রোগ্রামটিতে থাকবে বাস্তবমুখী কর্মশালা, একক কোচিং, পরামর্শদান ও সহকর্মী উদ্যোক্তাদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ। উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাস ও প্রয়োজনীয় যোগাযোগ তৈরি করতে পারবেন।
গত এক দশকে হ্যাকনির অর্থনীতি লন্ডনের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে। তবে স্থানীয় ব্যবসাগুলো এখনও নানা চ্যালেঞ্জের মুখে— বিশেষ করে সীমিত নেটওয়ার্কিং, ব্যয়ের চাপ, অর্থায়নে প্রবেশাধিকার ও সরকারি ক্রয়-বিক্রয়ে অংশ নেওয়ার জটিলতা। হ্যাকনি ইমপ্যাক্ট সেই প্রতিবন্ধকতাগুলো দূর করতে কাজ করবে।
এই কর্মসূচি হ্যাকনি কাউন্সিলের উদ্যোগে পরিচালিত হচ্ছে, যেখানে অংশীদার হিসেবে থাকছে Allia Impact Ltd, Hackney Cooperative Developments, Social Founders, East End Trades Guild ও Renaisi-TSIP। মেয়র অব লন্ডন ও যুক্তরাজ্য সরকারের সহায়তায় প্রকল্পটি পেয়েছে £১৮৮,০০০ তহবিল।
প্রথম ধাপে, ২০২৪/২৫ সালে, প্রোগ্রামটি ৩৩৯টি ব্যবসাকে সহায়তা দেয়, যার ফলে ১১৫টিরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় এবং ৬৫টিরও বেশি চাকরি সংরক্ষিত থাকে। দ্বিতীয় ধাপে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সেইসব ব্যবসাকে যারা প্রথম পর্বে তুলনামূলকভাবে কম প্রতিনিধিত্ব পেয়েছিল — বিশেষ করে বাংলাদেশি, চ্যারেডি, কুর্দি, LGBTQIA+ ও তরুণ উদ্যোক্তাদের নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোকে।
হ্যাকনি কাউন্সিলের ডেপুটি ক্যাবিনেট মেম্বার ফর ইনক্লুসিভ ইকোনমি কাউন্সিলর স্যাম প্যালিস বলেন,
“আমরা আমাদের প্রিয় স্থানীয় ব্যবসাগুলোকে বিনামূল্যে সহায়তা দিতে পেরে আনন্দিত। কাউন্সিল হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে ক্ষুদ্র ব্যবসাগুলো সরকারি চুক্তি ও হ্যাকনি ইমপ্যাক্টের মতো উদ্যোগের মাধ্যমে আরও শক্তিশালী হয়।”
তিনি আরও বলেন,
“আমরা চাই এই সুযোগগুলো পৌঁছাক অবহেলিত ব্যবসাগুলোর কাছে। তারা হ্যাকনির ব্যবসা সমাজের মূল ভিত্তি। প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে আমরা চাই তারা আরও টেকসই হোক এবং বড় ব্যবসা ও সরকারি খাতের ক্রয় সুযোগগুলো কাজে লাগাতে পারে।”
হ্যাকনি ইমপ্যাক্ট কর্মসূচির বিস্তারিত জানা যাবে: www.hackneyimpact.com
আর স্থানীয় ব্যবসার জন্য সহায়তা ও ইভেন্ট তথ্য জানতে যোগ দিন: www.hackneybusinessnetwork.co.uk
সূত্রঃ হ্যাকনি নিউজ
এম.কে

আরো পড়ুন

‘অবৈধ কর্মী’ কা‌জে রে‌খে ব্রিটেনে আরেক বাংলা‌দেশির রে‌স্টু‌রেন্ট বন্ধ

‘গাঁজা বৈধকরণ হতে পারে অর্থনৈতিক উন্নতির মাধ্যম’

যুক্তরাজ্যে মানুষের চেয়ে গাছের সংখ্যা বেশি যে শহরে