4.4 C
London
March 29, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্কতা যুক্তরাজ্য, জার্মানি,কানাডার

যুক্তরাষ্ট্র ভ্রমণে নিজ নিজ নাগরিকদের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য, জার্মানি ও কানাডা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির পরিপ্রেক্ষিতে এ সতর্কতা জারি করে। এর আগে তাদের কয়েকজন নাগরিক যুক্তরাষ্ট্রের সীমান্তে আটক হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) মার্কিন গণমাধ্যম ফোর্বস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে যুক্তরাজ্য জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হয় এবং যদি কেউ আইন ভঙ্গ করে, তাহলে তাকে আটক বা নির্বাসিত করা হতে পারে। এতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় আপনাকে সব নিয়ম-কানুন মেনে চলতে হবে। ’

জার্মানি তাদের ভ্রমণ পরামর্শে জানিয়েছে, ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন বা যুক্তরাষ্ট্রের ভিসা থাকা সত্ত্বেও সীমান্ত কর্মকর্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে প্রবেশ অনুমতি দেওয়া হয়। জার্মান সরকারের পরামর্শে বলা হয়েছে, ‘প্রবেশের সময় আপনার ফেরত যাত্রার প্রমাণ নিয়ে আসা উচিত।

এছাড়া কানাডাও তাদের নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে অভিবাসন নীতিমালা পুনরায় পর্যালোচনা করা উচিত।

সূত্রঃ ফোবর্স

এম.কে
২২ মার্চ ২০২৫

আরো পড়ুন

নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে ডেমোক্র্যাট শিবিরে কালোমেঘ

নস্ত্রাদামুসের ৪৫০ বছর আগের ভবিষ্যদ্বাণী, ২০২৪ সালে যুদ্ধে জড়াবে চীন

মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গণগ্রেফতার শুরু