18.2 C
London
July 19, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তাড়াহুড়ো করে সিজার করাতে চাইছেন ভারতীয়রা

যুক্তরাষ্ট্রে জন্মগত নাগরিকত্ব (বার্থরাইট সিটিজেনশিপ) সুবিধা বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না, যদি তার বাবা-মা নাগরিক বা গ্রিন কার্ডধারী না হন। তবে ট্রাম্পের আদেশ আপাতত দেশটির আদালত ১৪ দিনের জন্য স্থগিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, আইন কার্যকর হওয়ার আগে সন্তানের নাগরিকত্ব নিশ্চিত করতে অনেক ভারতীয় দম্পতি তড়িঘড়ি করে সন্তান প্রসবের পরিকল্পনা করছেন।

নিউ জার্সির চিকিৎসক ড. এস ডি রামা জানিয়েছেন, গর্ভাবস্থার ৮-৯ মাসে থাকা নারীরা আগেভাগে সিজারিয়ান ডেলিভারির জন্য চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি ৭ মাসের গর্ভবতীরাও সন্তানের জন্ম দিতে আগ্রহী।

টেক্সাসের চিকিৎসক ড. এস জি মুখালা সতর্ক করেছেন, আগেভাগে সিজার করানো মা ও সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে শিশুর ফুসফুসের সমস্যা, কম ওজন এবং স্নায়ুগত জটিলতা দেখা দিতে পারে। তবুও অভিবাসী দম্পতিরা এই ঝুঁকি নিতে প্রস্তুত, কারণ সন্তান নাগরিকত্ব পেলে পরিবারের ভবিষ্যৎ নিরাপদ হবে বলে তারা মনে করছেন।

গ্রিন কার্ডের দীর্ঘপ্রক্রিয়ার মধ্যে থাকা ভারতীয়রা সন্তানের নাগরিকত্বকে স্থায়ী বসবাসের সুযোগ হিসেবে দেখছেন। এক গর্ভবতী ভারতীয় নারী বলেন, _’আমরা ছয় বছর ধরে গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছি। এখন এই আইন আমাদের ভবিষ্যৎ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি করেছে।’

সূত্রঃ দ্য দ্য ওয়াল

এম.কে
২৪ জানুয়ারি ২০২৫

 

আরো পড়ুন

ট্রাম্পের ক্ষমতা গ্রহণ, পদত্যাগে ‘বাধ্য’ হলেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক

বড় সুখবর ইতালির ভিসা আবেদনকারীদের জন্য

প্রথম হজ কোটা ফেরত