TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় পরীক্ষা করা হচ্ছে মোবাইল

মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রোটেকশন সংস্থা সিবিপির কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ও ভ্রমণকারীদের ইলেকট্রনিক ডিভাইস তল্লাশি করছেন বলে জানা গেছে। আইনের খাতিরে এসব তল্লাশি আইনসম্মত হলেও বিশেষজ্ঞরা গোপনীয়তার অধিকার নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে বলে মনে করছেন।

এ কারণে ভ্রমণকারীদের ডিভাইস ও অনলাইন প্রোফাইলে থাকা বিষয়বস্তু সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন আইনজীবীরা। সীমান্ত তল্লাশির ক্ষেত্রে ভ্রমণকারীদের নিজেদের অধিকার বোঝার পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসম্মত বাসিন্দাদের মোবাইলে পাওয়া তথ্যের ভিত্তিতে আটক বা নির্বাসনের ঘটনা দেখা যায়। এতে যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদের সামনে নতুন উদ্বেগ তৈরি হচ্ছে। মোবাইল ফোনে পাওয়া তথ্যের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশ আটকানোর ঘটনাও ঘটছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে লেবাননের চিকিৎসক ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাশা আলাউইহকে বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রোটেকশন কর্মকর্তারা তাকে চিহ্নিত করে ফেরত পাঠিয়েছে লেবাননে। কর্মকর্তারা লেবানিজ সেই চিকিৎসকের ফোনে হিজবুল্লাহ সম্পর্কিত ছবি ও ভিডিও খুঁজে পান। এতে তার ভিসা বাতিল করা হয়েছে। আর বিমানবন্দর থেকেই লেবাননে ফেরত পাঠানো হয়েছে।

একই সময়ে একজন ভারতীয় শিক্ষার্থীর ভিসা প্রত্যাহার করা হয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অ্যাপার্টমেন্টে ফিলিস্তিনপন্থী কার্যকলাপ ও ক্যাম্পাস বিক্ষোভে অংশগ্রহণের জন্য অভিযান চালানো হয়। সেই শিক্ষার্থী পরে কানাডায় নির্বাসনে যান। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা বৃদ্ধির নির্দেশের অধীনে এমন ঘটনা ঘটছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ভিসা প্রোগ্রামকে নতুন করে দেখা হচ্ছে। ৪০ টিরও বেশি দেশের ওপর সম্ভাব্য ভ্রমণ নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।

সিবিপির ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় সেলফোন, ল্যাপটপ এবং আইপ্যাডসহ ইলেকট্রনিক ডিভাইস সীমান্তে তল্লাশি করা যাবে। মার্কিন সীমান্তে আইন প্রয়োগ ও সীমান্ত সুরক্ষা রক্ষার জন্য একাজ করা যাবে। তল্লাশির মাধ্যমে সন্ত্রাসবাদ, চোরাচালান, মানব পাচার ও ভিসা জালিয়াতিসহ গুরুতর অপরাধ শনাক্তকরণ ও মোকাবিলার ক্ষেত্রে কাজ করছে সংস্থাটি।

এম.কে
০৭ এপ্রিল ২০২৫

 

আরো পড়ুন

ভারত-চীন কি এক হতে যাচ্ছে!

হজ করতে সাইকেল চড়ে প্যারিস হতে মক্কায়

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে জোট বাঁধছে স্পেন ও আয়ারল্যান্ড, প্রস্তুত নরওয়েও