6.6 C
London
December 23, 2024
TV3 BANGLA
আমেরিকা

যুক্তরাষ্ট্রে বেআইনি অভিবাসীরা পশুঃট্রাম্প

আমেরিকার মাটিতে ‘অবৈধ অভিবাসন’ নিয়ে আবার তোপ দাগলেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট তথা চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী ট্রাম্প এবার সরাসরি অবৈধ অধিবাসীদের পশুর সাথে তুলনা করলেন।

২০১৬ সালে আমেরিকার প্রেসিডেন্ট ভোটে জিতে তিনি হোয়াইট হাউসে চার বছর ছিলেন। ২০২০-তে দ্বিতীয় বারের জন্য সেই গদি দখলের লড়াইয়ে নেমে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান ককাসের ভোটে জিতে তৃতীয়বার প্রেসিডেন্ট পদের লড়াইয়ে শামিল হয়েছেন তিনি।

পরিস্থিতিতে মঙ্গলবার মিশিগানে নির্বাচনী প্রচারে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমেরকায় অবৈধ অভিবাসীরা পশুর মতো।’ মিশিগানের পর উইসকনসিনের গ্রিন বে এলাকায় একটি প্রচারসভায় যান ট্রাম্প। সেখানে তিনি বেআইনিভাবে আমেরিকায় বসবাসকারী ভেনেজুয়েলার এক অভিবাসীর হাতে জর্জিয়ার এক শিক্ষার্থী খুনের ঘটনা সম্পর্কে সরব হন। ট্রাম্প বলেন, ‘‘কিছু অভিবাসী আছেন, যারা মানুষের পর্যায়ে পড়েন না। ডেমোক্র্যাটরা তাদের ‘পশু’ বলে ডাকতে নিষেধ করে। তারাও নিজেদের মানুষ বলে। আমি বলি, তারা মানুষ নন, পশু।’’

উল্লেখ্য, প্রেসিডেন্ট পদে থাকাকালীন ট্রাম্প তার ‘অভিবাসন বিরোধী নীতি’র জন্য সমালোচিত হয়েছিলেন একাধিকবার।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

এম.কে
০৫ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

১০ শতাংশ কর্মী ছাঁটাই করবে টেসলা

বুস্টার ডোজ ৯৫.৬ শতাংশ কার্যকর : ফাইজার

লাইভ ভিডিও দেখিয়ে পণ্য বিক্রি বন্ধ করবে ফেসবুক