TV3 BANGLA
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের কঠোর নীতি, ভারতীয় প্রকৌশলী চীনের দিকে ঝুঁকছে

যুক্তরাষ্ট্র সম্প্রতি ‘এইচ-ওয়ান-বি’ ভিসার ফি এক লাখ ডলার, অর্থাৎ প্রায় ৮৮ লাখ ভারতীয় টাকা পর্যন্ত বাড়িয়েছে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভারতীয় প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের ওপর, যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের এই ভিসা পেয়ে সিলিকন ভ্যালি সহ বিভিন্ন প্রযুক্তি কেন্দ্রগুলোতে কাজ করে আসছেন।
চীনের সরকার এ বছরের আগস্টে ঘোষণা করেছে নতুন ‘কে-ভিসা’ প্রবর্তনের। সিনহুয়া সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, এই ভিসা অক্টোবর থেকে কার্যকর হবে। এর লক্ষ্য বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং অঙ্কশাস্ত্রে প্রতিভাবান বিদেশি পেশাজীবীদের চীনে আকৃষ্ট করা।

চীনের নতুন “কে-ভিসা” ১২ ধরনের ভিসা থেকে আলাদা এবং এতে বেশি সুবিধা দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা পূরণকারী নবীন গবেষক, সদ্য স্নাতক, শিল্পোদ্যোগী এবং শিক্ষক-গবেষকরা আবেদন করতে পারবেন। উল্লেখযোগ্য হলো, আবেদনকারীর কোনো চীনা নিয়োগকর্তা বা প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণপত্র থাকা আবশ্যক নয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের কঠোর নতুন নিয়ম এবং ফি বৃদ্ধির কারণে ভারতীয় প্রযুক্তিবিদরা চীনের দিকে আগ্রহী হতে পারেন। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশাল বিনিয়োগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি, ধাতু-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে দ্রুত সম্প্রসারণ ভারতীয়দের জন্য নতুন কর্মসংস্থান ও উদ্ভাবনের সুযোগ সৃষ্টি করবে।

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া অধ্যয়ন কেন্দ্রের সহকারী অধ্যাপক অরভিন্দ ইয়েলেরি বলেন, “চীন সাংহাই, শেনজেনসহ প্রযুক্তি পার্কে ভারতীয় ইঞ্জিনিয়ারদের জন্য বড়সড় বিনিয়োগ করছে। যারা ভারতের আইআইটিগুলো থেকে অভিজ্ঞ, তারা চীনে গিয়ে প্রযুক্তিগত গবেষণা ও উদ্ভাবনকে সমৃদ্ধ করতে পারে।”

চীনের ভিসা প্রক্রিয়ায় ‘এক জানালা নীতি’ কার্যকর। আবেদন থেকে নিয়োগ এবং থাকার জায়গা বরাদ্দ পর্যন্ত সব কাজ স্বল্প সময়ে সম্পন্ন হয়। বিশেষজ্ঞরা মনে করেন, এই সুবিধা ভারতীয় প্রযুক্তিবিদদের জন্য চীনের অভ্যন্তরীণ বাজারে প্রবেশকে সহজ করবে।

তাইওয়ানও একই ধরনের প্রযুক্তি ভিসা চালু করেছে। এর ফলে যারা যুক্তরাষ্ট্রের ‘এইচ-ওয়ান-বি’ ভিসা পাবেন না, তারা এশিয়ার অন্য বিকল্প দেশগুলোতে কাজ করার সম্ভাবনা বিবেচনা করতে পারেন।

সূত্রঃ বিবিসি বাংলা / সিনহুয়া

এম.কে
২৪ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন মিশেল ওবামা

ভূমিকম্পের জন্য সমকামীদের দায়ী করলেন ইহুদি ধর্মগুরু

চীনের বিদ্যালয়ে এআই শিক্ষা চালু