11.2 C
London
May 10, 2025
TV3 BANGLA
আমেরিকা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের উড়োজাহাজে চুরি!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উড়োজাহাজে চুরির ঘটনা ঘটেছে। প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ার ফোর্স ওয়ানে এই চুরির ঘটনা ঘটে।

বিমানে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানে থাকা দামি স্মারক চুরি হয়েছে। আর এসব চুরির জন্য অভিযুক্ত করা হয়েছে সাংবাদিকদেরই। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সফরের পরে এয়ার ফোর্স ওয়ানে চেক করে এই তথ্য পাওয়া যায়। খবরে জানা যায়, বিমানে সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানের পাশে সংরক্ষিত থাকা বেশ কয়েকটি স্মারক ও পণ্য পাওয়া যাচ্ছিল না।

এছাড়া চুরি হওয়া জিনিসের মধ্যে দামি ব্র্যান্ডের বালিশের কভার, গ্লাস থেকে শুরু করে সোনার প্রলেপে কিনারা বাঁধানো প্লেটও ছিল। এ ঘটনায় সাংবাদিকদের অভিযুক্ত করে তাদের সতর্কও করা হয়েছে বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সূত্রঃ বিবিসি

এম.কে
০৩ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

অভিবাসী সংকটে নিউইয়র্কে জরুরি অবস্থা

অনলাইন ডেস্ক

নিজ নামে জুতার ব্র্যান্ড উদ্বোধন করলেন ট্রাম্প

গাজার জন্য অনশনে বসছেন মার্কিন সরকারি কর্মকর্তারা