চীন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ঠেকাতে যুক্তরাষ্ট্র ভুল তথ্য উপস্থাপন করছে বলে অভিযোগ করেছে বেইজিং। নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বলা হয়, বেইজিং-দিল্লি সম্পর্কের উন্নতি ঠেকাতে চীনা প্রতিরক্ষানীতি ভুলভাবে উপস্থাপন করছে ওয়াশিংটন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ভারতের সঙ্গে কৌশলগত ও দীর্ঘমেয়াদি সম্পর্কে গুরুত্ব দেয় চীন। দুদেশের সীমান্ত ইস্যু তাদের মধ্যকার বিষয় এবং এ বিষয়ে কোনও তৃতীয় দেশের মন্তব্য তারা প্রত্যাখ্যান করে।
তিনি এই মন্তব্য করেন এমন এক প্রশ্নের জবাবে, যেখানে জানতে চাওয়া হয়েছিল—সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা হ্রাস কাজে লাগিয়ে চীন কি যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া ঠেকাতে পারে।
এদিকে, মঙ্গলবার পেন্টাগনের এক প্রতিবেদনে বলা হয়, চীন সম্ভবত সীমান্ত উত্তেজনা কমার সুযোগ নিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল করতে এবং যুক্তরাষ্ট্র–ভারত সম্পর্ক গভীর হওয়া ঠেকাতে চাইছে।
সূত্রঃ রয়টার্স
এম.কে

