5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

যে উপায়ে লেবাননে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা

খুব দ্রুতই লেবাননে শুরু হচ্ছে অবৈধ বাংলাদেশিদের বৈধকরণ কার্যক্রম। এ বিষয়ে দেশটির সরকার ইতিবাচক সাড়া দিয়েছেন। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের রাষ্ট্রদূত দেশটির শ্রমমন্ত্রী ও নিরাপত্তা প্রধানের সঙ্গে সাক্ষাত করলে তারা এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

সম্প্রতি দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। রাষ্ট্রদূতের এমন বার্তায় উচ্ছ্বাসিত অবৈধ বাংলাদেশিরা।

রাষ্ট্রদূত জানিয়েছেন, বৈধকরণের বিষয়ে দূতাবাস কাজ করছে। শিগগির এই বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

দূতাবাসের নতুন পরিকল্পনাকে ধন্যবাদ জানিয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা বলেন, ‘দূতাবাসের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। দেশটিতে অবৈধ থাকার কারণে আমরা বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত।

লেবাননে বর্তমানে প্রায় ৮০ হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। দূতাবাসের তথ্যমতে দেশটিতে প্রায় ৩০ হাজার অবৈধ বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে অনেকেই বৈধপথে দেশটিতে এসেও দালাল ও নিয়োগ প্রতিষ্ঠানের প্রতারণায় বর্তমানে অবৈধভাবে বসবাস করছেন। প্রতারকদের খপ্পরে পড়ে অনেকে তাদের পাসপোর্টও হারিয়েছেন। এই অবস্থায় তারা সহজেই দেশটিতে বৈধ হতে পারছেন না।

এম.কে
২২ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

বাংলাদেশে গণ অভ্যূত্থানের সাথে মুনা তাসনিমের সংহতি প্রকাশ

এস আলমের গাড়ি ‘সরাতে সহযোগিতা’, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির কমিটি বিলুপ্ত

ফিল্মি স্টাইলে সশস্ত্র কেএনএফ সদস্যদের রুমার পর থানচিতে তাণ্ডব