13.2 C
London
October 14, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

ভয়ঙ্কর মাদক ফেনাটিল পাচারের সঙ্গে সম্পৃক্ত ভারতীয় ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
এছাড়া পুনরায় আবেদনের বিষয়টিও প্রত্যাখান করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের পক্ষ থেকে নির্দিষ্ট করে কারো নাম বলা হয়নি।

তবে বলা হয়েছে, অভিযুক্ত বা তাদের পরিবারের সদস্যদের এর জন্য পরিণতি ভোগ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে তাদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে নাও দেওয়া হতে পারে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন দূতাবাস এ বিষয়ে ভারত সরকারের সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বলা হয়েছে, শুধু এক সঙ্গে কাজ করার মাধ্যমেই দুই দেশের সরকার এই হুমকি মোকাবিলা করা এবং দুই দেশের মানুষকে অবৈধ মাদক থেকে দূরে রাখা সম্ভব।

উল্লেখ্য, ফেনাটিল হেরোইনের চেয়েও ৫০ গুণ বেশি শক্তিশালী।

ফেব্রুয়ারিতে মার্কিন কর্মকর্তারা জানান, ১৮-৪৫ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর অন্যতম কারণ হলো ওই মাদক গ্রহণ। ওই সময় চীনকে যুক্তরাষ্ট্রে ফেনাটিল পাচারের মূল হোতা হিসেবে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র। ১ ফেব্রুয়ারি চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন ডনাল্ড ট্রাম্প।

আগস্টে ওই শুল্কের পরিমাণ বাড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করে চীন।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
১৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

কি-বোর্ডের শব্দ শুনে পাসওয়ার্ড চুরি করতে পারে এআই

১২ অক্টোবর থেকে ইইউ সীমান্তে নতুন বায়োমেট্রিক চেকঃ পাসপোর্টে সিলের যুগ শেষ

করোনা টিকা নিয়ে মিথ্যাচার ও লকডাউনে সেক্স পার্টি, যুক্তরাষ্ট্রের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা বরখাস্ত