0.6 C
London
November 21, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

যেসব দেশের গোল্ডেন ভিসা বিশ্বসেরা

বিনিয়োগ আকৃষ্ট করতে পৃথিবীর অনেক দেশেরই রয়েছে গোল্ডেন ভিসা কর্মসূচি। এর মাধ্যমে এসব দেশ বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আকৃষ্ট করে এবং বিনিয়োগকারীদের সে দেশে বসবাস করার অনুমতি দেয়। সেইসঙ্গে গোল্ডেন ভিসা থাকলে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধাও পাওয়া।

সম্প্রতি কোন দেশের গোল্ডেন ভিসা বিশ্বসেরা এ নিয়ে একটি সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স।

সংস্থাটি বলছে, বিশ্বসেরা গোল্ডেন ভিসা হলো পর্তুগালের। ইউরোপের দেশটির স্কোর ৭৫। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রিয়া ও গ্রিস। এই দেশগুলোরও স্কোর ৭৩। একই স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইতালি ও যুক্তরাজ্য। আর পঞ্চম স্থানে রয়েছে কানাডা।

বিশ্বসেরা গোল্ডেন ভিসার দেশগুলোর বেশিরভাগই ইউরোপের। সংশ্লিষ্টরা বলছেন, এই দেশগুলো বিনিয়োগকারীদের সহজেই নাগরিকত্ব দেয়। তারা ইউরোপীয় ইউনিয়নজুড়ে ভিসামুক্ত ভ্রমণ করার সুযোগ দেয়। পাশাপাশি কম খরচে ব্যবসা করারও সুযোগ দেয়।

হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জুয়ের্গ স্টেফেন বলেন, নাগরিকত্বের বিনিময়ে ইউরোপের দেশগুলোর বিনিয়োগ প্রোগ্রামের কারণে তারা গোল্ডেন ভিসার সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে।

সূত্রঃ দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স

এম.কে
০৩ মার্চ ২০২৪

আরো পড়ুন

ভাসমান বন্দর নির্মাণের সরঞ্জাম নিয়ে গাজার পথে মার্কিন সামরিক জাহাজ

ফিলিস্তিনিদের জীবনে কখনও এমন রমজান আসেনি: আন্তোনিও গুতেরেস

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিঃ পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ান সিনেটর ফাতিমা