26.9 C
London
August 10, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

রাজধানীতে গোডাউনে আগুন

রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে একটি মার্কেটের ডিসেন্ট বেকারির পাশে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১০টা ৮মিনিটে আগুন লাগার সংবাদ আসে নিয়ন্ত্রণ কক্ষে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ১০টা ২০ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একে একে ১৪টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি।

আরো পড়ুন

‘মুজিব কোট’ পুড়িয়ে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা

একমাসে ৮০০ মিলিয়ন ডলার বকেয়া বিদেশি দায় পরিশোধ করেছে বাংলাদেশঃ গভর্নর

কক্সবাজারে ‘মার্কিন সেনা ঘাঁটি’ গুজবঃ বাস্তবে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ প্রোগ্রাম