TV3 BANGLA
বাংলাদেশ

রানওয়ের উড়োজাহাজ হতে হেফাজতে নেওয়া হল জিয়াকে

আজ রাত ১:৪০ মিনিটের এমিরেটসের একে ৫৮৫ ফ্লাইটে দেশত্যাগ করতে চেয়েছিলেন মেজর জেনারেল (অব:) জিয়া আহসান। সেনাবাহিনী হতে চাকুরীচ্যুত মেজর জেনারেল জিয়া আহসানকে শাহজালাল বিমানবন্দরে একটি উড়োজাহাজের ফ্লাইট বাতিল করে ফেরত দেয়া হয় ২:৩০ মিনিটে বলে তথ্যমতে জানা যায়।

রানওয়ে হতে ফেসবুক লাইভের মাধ্যমে এস,এম মামুন নামের একজন বিমানকর্মী জানান, রানওয়ে হতে উড়োজাহাজটিকে ফেরত দেয়া হয়। তিনি বলেন, কিভাবে এই ব্যক্তি এতো এতো সিকিউরিটি গেইট পার হতে পারলো সেটাই আমাদের বড় প্রশ্ন।

একজন সিকিউরিটি কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা তদন্ত চাই কেন এই ব্যক্তি সিকিউরিটি ভেঙ্গে উড়োজাহাজ পর্যন্ত এসে পৌঁছাতে সক্ষম হলো।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই উড়োজাহাজটির ফ্লাইট বাতিল করা হয়েছে এবং চাকুরীচ্যুত মেজর জেনারেলকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৭ আগস্ট ২০২৪

আরো পড়ুন

“কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড” পাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস, রাজকীয় আমন্ত্রণে যাচ্ছেন লন্ডন

লন্ডনে বাংলাদেশিদের সংখ্যা দ্রুত বাড়ছে, ওএনএস-এর পূর্বাভাসে চমক

প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ আত্মহত্যা করেছেন