13.7 C
London
May 17, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

ব্রিটেনের রানি এলিজাবেথ (দ্বিতীয়) মারা গেছেন।  তার বয়স হয়েছিল ৯৬ বছর।

 

বাকিংহাম প্যালেস তার মৃত্যুর খবর ঘোষণা করেছেন বলে জানিয়েছে বিবিসি। মেইল অনলাইনের খবর বলছে, সন্ধ্যা সাড়ে ৬টায় তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

 

এরআগে দ্বিতীয় এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে চিকিৎসক উদ্বেগ প্রকাশ করেন। খবর পেয়ে বালমোরাল প্যালেসে ছুটে যান তার চার ছেলেমেয়ে— যুবরাজ চার্লস (৭৩), রাজকুমারী অ্যান (৭২), যুবরাজ অ্যান্ড্রিউ (৬২), যুবরাজ এডওয়ার্ড (৫৮) এবং চার্লসের বড় ছেলে যুবরাজ উইলিয়াম। সুদূর আমেরিকা থেকে ছুটে যান উইলিয়ামের ভাই হ্যারি এবং তার স্ত্রী মেগান।

 

গেল বছরের শেষ দিক থেকে তিনি এপিসোডিক মোবিলিটি প্রবলেমসে ভুগছিলেন।

 

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী শাসক হিসেবে তিনি ৭০ বছর রাজত্ব করেছেন।

 

তার মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র চার্লস, প্রাক্তন প্রিন্স অব ওয়েলস, ব্রিটেনের নতুন রাজা এবং ১৪টি কমনওয়েলথ রাজ্যের রাষ্ট্রপ্রধান হিসাবে দেশকে নেতৃত্ব দেবেন।

 

 

৮ সেপ্টেম্বর ২০২২
সূত্র: বিবিসি

আরো পড়ুন

লন্ডনে বিক্রি হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি

অনলাইন ডেস্ক

মৌসুমি শ্রমিক সংকটে যুক্তরাজ্য

আগামীতে গণমাধ্যমও ভিসা নীতিতে যুক্ত হবে: মার্কিন রাষ্ট্রদূত