আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তাকে ঘিরে অধীর আগ্রহে রয়েছেন ভারতের হিন্দু সম্প্রদায়। কিন্তু এ ঘটনায় মর্মাহত দেশটির মুসলিমরা। এজন্য রামমন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আগামী ২০ থেকে ২৬ জানুয়ারি মুসলিমদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) সভাপতি বদরুদ্দিন আজমল।
রোববার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি একটি সমাবেশে ভাষণ দেয়ার সময় আজমল এ আহ্বান জানান। ওই ভাষনে তিনি বলেন, ‘মুসলিমদের উচিত ২০ থেকে ২৬ জানুয়ারির মধ্যে বাড়িতে থাকা। রাম মন্দিরের উদ্বোধনের সময় ট্রেনে ভ্রমণও এড়ানো উচিত তাদের।’
শুধু তাই নয়, তিনি ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) মুসলিম বিরোধী বলে অভিযোগ করেছেন। এআইইউডিএফ প্রধান বলেন, ‘বিজেপি ইসলাম ধর্মের শত্রু।’
আজমলের এই বক্তব্যের তীব্র করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছেন, ‘বিজেপি মুসলমানদের ঘৃণা করে না।’
বিজেপি যে মুসলিম বিরোধী নয় তা বোঝাতে গিরিরাজ বলেন, ‘অযোধ্যা জমি বিরোধ মামলার সাবেক মামলাকারী ইকবাল আনসারিকেও রাম মন্দিরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি প্রার্থনায় অংশ নেবেন।’
গিরিরাজ সিং পাল্টা বদরুদ্দিন আজমল এবং আসাদউদ্দিন ওয়াইসির মতো নেতাদের বিরুদ্ধে সমাজে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুলেছে। তার দাবি, বিজেপি সব ধর্মকে সম্মান করে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এম.কে
০৭ জানুয়ারি ২০২৪