18.1 C
London
September 18, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনবল নিতে চায়ঃ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

রাশিয়া জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের দক্ষ জনবল নিতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

আজ রোববার দুপুরে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর অফিস কক্ষে রাশিয়ার লেভাডিয়া শিপইয়ার্ড এর প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাশিয়ার সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্কের উল্লেখ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ায় জনবল প্রেরণের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে। রাশিয়া সেদেশের জাহাজ শিল্প, কৃষিসহ নানা ক্ষেত্রে দক্ষ জনবল নিতে চায়। প্রথম ধাপে ৬০ জন শ্রমিক নিতে চায়। এরপরে পর্যায়ক্রমে তারা আরো দক্ষ শ্রমিক নিবে। শ্রমিকদের থাকা-খাওয়া, ভাষা শেখার বিষয়ে কোম্পানি সহযোগিতা দিবে।

তবে বিশেষজ্ঞদের মতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকালীন সময়ে রাশিয়াতে শ্রমিক পাঠানো উচিত হবে না।

সূত্রঃ বাসস

এম.কে
২৫ মার্চ ২০২৪

আরো পড়ুন

সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক আটক

আমরা আপনার সরকারের সাথে কাজ করতে উন্মুখঃ ড. ইউনূসকে ব্রিটিশ প্রধানমন্ত্রী

দেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি

নিউজ ডেস্ক