4.2 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

রাশিয়ান গুপ্তচরেরা ইংল্যান্ডের রাস্তায় গোলযোগের পাঁয়তারা করছেঃ এমআই ফাইভ

এমআই ফাইভের প্রধান বলেছেন, রাশিয়ান গোয়েন্দা সংস্থা যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে। একটি বক্তৃতায় এমআই ফাইভের প্রধান কেন ম্যাককালাম হুঁশিয়ারি দিয়ে বলেন যুক্তরাজ্য এখন সবচেয়ে জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
এমআই ফাইভের মহাপরিচালক জানান, এমআই ফাইভ ২০২২ সাল থেকে প্রায় ২০টির বেশি ইরান-সমর্থিত প্লটকে ব্যর্থ করতে সফল হয়েছে।  সন্ত্রাস-সম্পর্কিত হুমকি এবং ভিনদেশী রাষ্ট্রদের কার্যকলাপ নিয়ে এমআই ফাইভ কঠিন সময় পার করছে। আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরকজনিত প্রায় ৪৩টি ভয়ঙ্কর গণহত্যার প্লট বাতিল করতে সক্ষম হয়েছে যুক্তরাজ্য।
মিঃ ম্যাককালাম বলেন, বেশিরভাগ সন্ত্রাসবাদ কাজের সাথে ইসলামপন্থী উগ্রবাদী দল ও চরম ডানপন্থী সন্ত্রাসবাদী দল জড়িত। আমার ক্যারিয়ারের প্রথম ২০ বছর সন্ত্রাসবাদী হুমকিতে পূর্ণ ছিল। বর্তমানে রাষ্ট্র বিরোধী হুমকি ও এইসব বিষয়ের তদন্ত ৪৭% বৃদ্ধি পেয়েছে।
মিঃ ম্যাককালাম রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যে “অগ্নিসংযোগ, নাশকতা এবং আরও বিপজ্জনক পদক্ষেপের” অভিযোগ করেন।
তিনি আরো বলেন রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে ৭৫০জনেরও বেশি রাশিয়ান কূটনীতিক ইউরোপ থেকে বহিষ্কার করা হয়েছিল। যাদের বেশিরভাগ গুপ্তচর ছিল।
উল্লেখ্য যে, মিঃ ম্যাককালাম অনলাইনের মাধ্যমে  চরমপন্থা বাড়ছে বলে অভিমত ব্যক্ত করেন। চরমপন্থায় তরুণদের সংখ্যা খুব বাড়ছে পুরো বিশ্বজুড়ে বলে উদ্বেগ প্রকাশ করেন এমআই ফাইভ পরিচালক। রাশিয়া-ইংল্যান্ড সম্পর্ক গত কয়েক বছর হতে চরমভাবাপন্ন বলে তথ্যমতে জানা যায় যা উভয় দেশের জন্য ক্ষতির কারণ হচ্ছে বলে মত জানান আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
সূত্রঃ বিবিসি
এম.কে
০৮ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

নিজ সক্ষমতার পরও এলএনজি আমদানির নীতি ভুলঃ পরিকল্পনা উপদেষ্টা

বাংলাদেশে বিদ্যুৎ দেবে না ভারত, যে সিদ্ধান্ত নিল সামিট

নিউজ ডেস্ক

সিলেটে গ্যাসকূপ খনন করতে গিয়ে তেলের সন্ধান