TV3 BANGLA
বাংলাদেশ

রাশিয়ার বিশেষ সহায়তায় আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশ!

বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরো শক্তিশালী করতে অত্যাধুনিক হেলিকপ্টার পাঠাচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া। পুলিশের জন্য আসছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক প্রযুক্তির এমআই ওয়ান সেভেন ওয়ান এ২ হেলিকপ্টার।

এর বিশেষত্বই হচ্ছে বহুমুখী কাজে ব্যবহার করা যাবে হেলিকপ্টারটি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান রোস্টেকের অন্তর্ভূক্ত রাশিয়ান হেলিকপ্টারস কোম্পানির তৈরি অ্যাডভান্সড মডেলের এমআই সেভেনওয়ান সিরিজের দুটি হেলিকপ্টার হাতে পাচ্ছে বাংলাদেশ।

এরই মধ্যে সেগুলো পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মস্কো। শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তির এসব হেলিকপ্টার পাওয়ার মাধ্যমে নিজেদের প্রতিরক্ষায় আরো একদাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

ঘন্টায় হেলিকপ্টারগুলো পাড়ি দিতে পারবে ২৬০ কিমি দূরত্ব। ৬০ ফিট দৈর্ঘ্যের বিশাল হেলিকপ্টারটি ১৩ হাজার কেজি ওজন বহনেও সক্ষম। ২৬ আরোহীকে বহনের পাশাপাশি সামরিক কোনো উদ্ধারতৎপরতা বা আহত অবস্থায় ১২ ১২টি স্ট্রেচার বহন করতে পারবে। হেলিকপ্টারে রয়েছে ডিজিটাল অটোপাইলট সুবিধার পাশাপাশি অ্যাডভান্সড নেভিগেশন ডিরেকশন ফাইন্ডার এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেম।

এম.কে
২১ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

শেখ হাসিনার হাতে আছে ১৮ দিন, অপশন মাত্র দুটি

জাতীয় পার্টির অফিসে বিক্ষুব্ধ ছাত্র-জনতার হামলা

রাষ্ট্রপতির সেকেন্ড হোম ইস্যু নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা