14.8 C
London
April 3, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রোমানিয়া: নতুন বছরের প্রথম ১১ দিনেই ‘ডিপোর্ট’ ১০০ অভিবাসী

২০২৪ সালের প্রথম ১১ দিনে বিভিন্ন দেশের ১০০ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে রোমানিয়া কর্তৃপক্ষ৷ দেশটির জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) এ তথ্য জানিয়েছে৷

নতুন বছরের শুরু থেকে আটটি আলাদা অভিযানে বিভিন্ন দেশের ১০০ জন নাগরিককে তাদের নিজ দেশে ডিপোর্ট করা হয়েছে বলে জানিয়েছে আইজিআই৷ রোমানিয়ার আইনশৃঙ্খলা বাহিনী নিজস্ব এস্কর্ট দিয়ে বহিষ্কারাদেশ কার্যকর করেছে৷

প্রথম অভিযানে ৩ জানুয়ারি ছয় জন শ্রীলঙ্কান এবং ৬ জন নেপালি অভিবাসীকে ফেরত পাঠানো হয়৷

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ৫ জানুয়ারি৷ ওই দিন আরাদ ও অতোপেনি সীমান্তের একটি কেন্দ্র থেকে নয় জনকে বিমানে করে ফেরত পাঠানো হয়৷

পরদিন ৬ জানুয়ারি, রোমানিয়া ছাড়ার নোটিশ পাওয়া একজন তুর্কি নাগরিকের বহিষ্কার বাস্তবায়ন করে বুখারেস্ট৷

আইজিআই আরেকটি বিবৃতিতে জানায়, রোববার ৭ জানুয়ারি বিভিন্ন দেশের ১৮ জন নাগরিককে ফেরত পাঠানো হয়েছে৷

একই দিন, বাংলাদেশ ও মরক্কোর ১৮ জন নাগরিককে ঢাকা ও রাবাতে বহিষ্কার করে রোমানিয়া সীমান্ত পুলিশ৷

অপরদিকে, সোমবার ৮ জানুয়ারি ও বুধবার ১০ জানুয়ারি দুটি অভিযানে মোট ৩৭ জন অনিয়মিত অভিবাসীকে রোমানিয়াকে থেকে বহিষ্কারের তথ্য দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ৷

সবশেষ বৃহস্পতিবার ১১ জানুয়ারি ৫ জন ভারতীয় অভিবাসীকে নয়াদিল্লীতে ফেরত পাঠায় রোমানিয়া কর্তৃপক্ষ। তাদের সবাইকে হাঙ্গেরি সীমান্ত থেকে আটক করা হয়েছিল৷

অন্য একটি সংবাদ বিজ্ঞপ্তিতে রোমানিয়ার অভিবাসন দপ্তর নিশ্চিত করেছে, ২০২৩ সালের ডিসেম্বরে মোট ৬৪ জন অভিবাসীকে এস্কর্ট দিয়ে নিজ দেশ বহিষ্কার করা হয়েছে৷ এসব ব্যক্তিদের মধ্যে ২২ জন শ্রীলংকান এবং ২১ জন নেপালি ছিলেন৷ বাকিরা অন্যান্য দেশ থেকে আসা অভিবাসী৷

চলতি বছরের ৩১ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল সেনজেন জোনে প্রবেশের অনুমতি পেয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া৷ ইইউ-এর শর্ত পূরণে রোমানিয়া থেকে বেআইনি উপায়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের আটক অব্যাহত রেখেছে বুখারেস্ট৷

সূত্রঃ আইজিআই

এম.কে
১৪ জানুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

অতিরিক্ত ঠান্ডার কারণে যুক্তরাজ্যে অনুদান ঘোষণা করেছে সরকার

ইউরোপের বৃহত্তম ঈদ উৎসব ২০২৫ অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েস্টফিল্ডে

ব্রিটেনে মর্গেজ অ্যাপ্লিকেশনে যেধরনের ইনকাম ডকুমেন্ট লাগবে

অনলাইন ডেস্ক