TV3 BANGLA
বাংলাদেশ

রোমানিয়া ভিসার জন্য বাংলাদেশীদের যেতে হবে দিল্লি

রোমানিয়ার ভিসার জন্য বাংলাদেশের নাগরিকদের আবেদনপত্র নতুন দিল্লিতে দেশটির দূতাবাসের কনস্যুলার বিভাগে জমা দিতে হবে।

বৃহস্পতিবার দিল্লির রোমানিয়া দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রোমানিয়া দূতাবাস জানায়, সব ভিসা আবেদনকারীদের তাদের কাজের পারমিট এবং ই-ভিসা প্রক্রিয়ায় আবেদনের তারিখের ওপর ভিত্তি করে সাক্ষাৎকার নির্ধারিত হবে। সাক্ষাৎকারটি সরাসরি অনুষ্ঠিত হবে। সেটি ইংরেজি অথবা রোমনিয়া ভাষায় দেওয়া যাবে। তবে কে কোন ভাষায় সাক্ষাৎকার দিতে আগ্রহী সেটা আগে থেকে ঘোষণা দিতে হবে।

প্রসঙ্গত, রোমানিয়ার ভিসার টিম সম্প্রতি বাংলাদেশে অবস্থান করে ভিসার আবেদন গ্রহণ করেছিল। এখন পুনরায় দিল্লিতে গিয়ে বাংলাদেশিদের আবেদন করতে হবে।

 

 

আরো পড়ুন

সমাজ গড়তে হলে মানুষকে মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে হবেঃ মেজর জেনারেল(অবঃ) সৈয়দ ইফতেখার উদ্দিন

১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ

অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত