ইতালির রাজধানী রোমের উত্তরে সবুজ পাহাড় ঘেরা পরিবেশে অবস্থিত গ্রেট মসজিদ অব রোম ইউরোপের সর্ববৃহৎ মসজিদ। প্রায় ৩০,০০০ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই মসজিদে একসঙ্গে ১২ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
১৯৭০-এর দশকে মুসলিম জনসংখ্যা বাড়ার প্রেক্ষিতে ইতালিতে একটি কেন্দ্রীয় মসজিদের প্রয়োজন দেখা দেয়। রোম শহর কর্তৃপক্ষ জমি দান করে এবং সৌদি বাদশাহ ফয়সালের অর্থায়নে এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।
ইতালিয়ান স্থপতি পাওলো পোর্তোজেসি, ভিতোরিও গিগলিওত্তি ও সামি মোসাউয়ির তত্ত্বাবধানে নির্মিত মসজিদটির কাজ শেষ হয় ১৯৯৪ সালে।
মসজিদটির স্থাপত্যশৈলীতে ইসলামি ও ইতালিয়ান ঐতিহ্যের মেলবন্ধন ঘটানো হয়েছে। এতে রয়েছে ৪৩ মিটার উচ্চ মিনার, বিশাল গম্বুজ, মার্বেলের স্তম্ভ, জ্যামিতিক নকশা, ক্যালিগ্রাফি ও মোজাইক অলংকরণ।
মসজিদের আঙ্গিনায় রয়েছে ফোয়ারা ও বাগান, যা প্রাচীন মুসলিম শাসনামলের সৌন্দর্যকে স্মরণ করিয়ে দেয়।
ইবাদতের পাশাপাশি এটি মুসলিমদের সাংস্কৃতিক, ধর্মীয় শিক্ষা এবং আন্তঃধর্মীয় সংলাপের অন্যতম কেন্দ্র। মসজিদে রয়েছে নামাজ কক্ষ, ইসলামিক কালচারাল সেন্টার, কনফারেন্স হল, পাঠাগার ও প্রদর্শনী কক্ষ।
রমজানে ইফতার, কোরআন শিক্ষার সেশন এবং আন্তঃধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি মুসলমানদের জন্য উন্মুক্ত এবং পর্যটকদের জন্য দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত।
ভ্যাটিকানের শহর রোমে এই মসজিদের অবস্থান ইউরোপে ইসলামের একটি শক্তিশালী অবস্থানকেই নির্দেশ করে। এটি প্রমাণ করে যে ইসলাম ইউরোপের অবিচ্ছেদ্য অংশ।
গ্রেট মসজিদ অব রোম ছাড়াও ইউরোপে রয়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মসজিদ—
*মস্কো ক্যাথেড্রাল মসজিদ (রাশিয়া): ধারণক্ষমতা ১০,০০০, অটোমান আদলে নির্মিত।
*কোলন সেন্ট্রাল মসজিদ (জার্মানি): ধারণক্ষমতা ১,২০০, আধুনিক কাঁচের গম্বুজ।
*বাইতুল ফুতুহ মসজিদ (যুক্তরাজ্য): ধারণক্ষমতা ১০,০০০, পশ্চিম ইউরোপে বৃহত্তম।
*স্ট্রাসবুর্গ গ্র্যান্ড মসজিদ (ফ্রান্স): ধারণক্ষমতা ১,২০০, অটোমান নকশা।
গ্রেট মসজিদ অব রোম আজ ইউরোপের মুসলমানদের সম্মেলনের অন্যতম প্রতীক হয়ে উঠেছে।
সূত্রঃ দ্য হালাল টাইমস
এম.কে
০২ জুলাই ২০২৫