11.1 C
London
November 5, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডন শহরে পরিদর্শকদের জন্য চমৎকার জায়গা ছোট্ট শহর আমারশাম

যুক্তরাজ্যের লন্ডন শহর হতে অল্প দূরে বাকিংহামশায়ারে পাশে অবস্থিত নিরিবিলি ছোট টাউন আমারশাম। শব্দ ও ঝামেলামুক্ত ছোট্ট এই শহর ভ্রমণ পিপাসুদের জন্য হতে পারে চমৎকার জায়গা।

লন্ডন হতে আমারশামের দূরত্ব প্রায় ২৭ মাইল অর্থাৎ ৪৩ কিলোমিটার। শহরটি মধ্য লন্ডন থেকে প্রায় ২৭ মাইল দূরে থাকলেও মেট্রোপলিটন লাইনের কারণে সহজ যাতায়াত ব্যবস্থা রয়েছে।

১৮৯২ সালে নির্মিত ঐতিহাসিক স্টেশনের কারণে সেন্টার লন্ডন থেকে আমারশামে প্রায় ৪৫ মিনিটে পৌঁছানো সম্ভব।

আমারশাম শহর ভ্রমণকালে পর্যটকরা
আমারশাম-অন-দ্য-হিল এবং ওল্ড আমারশামে ঘুরে বেড়াতে পারেন। বিংশ শতকে রেলপথের জন্ম হওয়ায়
অ্যামারশাম-অন-দ্য-হিলের ছোট্ট শহরটি একই সময়ে জন্মে ছিলো। ওল্ড টাউনটিতে এখনও মধ্যযুগীয় কারুকার্য ধরে রেখেছে, যার ফলে শহরে ঘুরে দেখার মতো অনেক ঐতিহাসিক ভবন বিদ্যমান।

আমারশাম ওল্ড টাউনটির বেশিরভাগ অংশকে একটি সংরক্ষিত অঞ্চল করে তালিকাভুক্ত করা হয়েছে যার মধ্যে রয়েছে ১৬০টিরও বেশি প্রাচীন ঐতিহাসিক ভবন। এছাড়া ১৭তম শতাব্দির মার্কেট একটি বিখ্যাত স্থান এই শহরের। ১১৪০ শতাব্দির বিখ্যাত সেন্ট মার্টিন চার্চ দেখতে অনেক পর্যটকেরা এই ছোট্ট শহরে প্রতিনিয়ত ভীড় জমান।

এম.কে
০৮ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যের মসজিদগুলোকে পানশালায় পরিণত করার আহ্বান ফারাজের প্রচারণা শিবিরে

নকল ভ্যাকসিন কার্ড বিষয়ে ব্রিটিশদের সতর্ক থাকার আহ্বান

অনলাইন ডেস্ক

লেবার পার্টি ‘আরও ভালো’ ব্রেক্সিট চুক্তি করবে: স্যার কেইর স্টারমার