পিটারবরো থেকে শুরু করে লন্ডনগামী ট্রেন পর্যন্ত তিনটি ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় যুক্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে ৩২ বছর বয়সী অ্যান্থনি উইলিয়ামসের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার রাত পর্যন্ত তার তাণ্ডবে আহত হয়েছেন কমপক্ষে ১১ জন, যাদের মধ্যে রয়েছেন ফুটবলার, সাধারণ যাত্রী ও এক কিশোর।
ক্যামব্রিজশায়ার পুলিশ জানিয়েছে, উইলিয়ামসের হামলার প্রথম শিকার ছিলেন পিটারবরোর এক ১৪ বছর বয়সী কিশোর। শুক্রবার রাতে ছুরিকাঘাতে ওই কিশোর আহত হয়, যদিও তার আঘাত ছিল সামান্য এবং চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। একই রাতে আরেকটি ছুরিকাঘাত ঘটে পিটারবরোর একটি নাপিতের দোকানে, যেখানে সিসিটিভি ফুটেজে দেখা যায়, হুডি পরা উইলিয়ামস হাতে ছুরি নিয়ে দোকানে প্রবেশ করছেন এবং আতঙ্কে ক্রেতা ও কর্মীরা সরে যাচ্ছেন।
এর পরদিন, শনিবার সন্ধ্যায়, লন্ডনগামী এলএনইআর ট্রেনে ঘটে ভয়াবহ হত্যাচেষ্টার ঘটনা। ট্রেনে থাকা যাত্রীদের ওপর নির্বিচারে হামলা চালায় উইলিয়ামস, এতে অন্তত ১১ জন আহত হন। স্কানথর্প ইউনাইটেডের তরুণ ডিফেন্ডার জোনাথন জোশেও হামলার শিকার হন। ২২ বছর বয়সী এই ফুটবলার বাহুতে গভীর আঘাত পান এবং অস্ত্রোপচার করতে হয়। ক্লাবটি জানায়, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল।
আরেক ভুক্তভোগী, নটিংহ্যাম ফরেস্টের সমর্থক স্টিফেন ক্রিন জানান, হামলার সময় উইলিয়ামস তাকে ছুরিকাঘাতের আগে জিজ্ঞেস করেছিল, “তুমি মরতে চাও?” ৬১ বছর বয়সী ক্রিন বলেন, “তার হাতে বিশাল একটি রান্নাঘরের ছুরি ছিল, যেন কোনো জাপানি তলোয়ার। আমি খালি হাতে তাকে থামানোর চেষ্টা করেছিলাম।”
সোমবার পিটারবরো ম্যাজিস্ট্রেট আদালতে উইলিয়ামসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ১১টি হত্যাচেষ্টার অভিযোগ গঠন করা হয়। আদালতে তিনি শুধু নিজের নাম ও জন্মতারিখ জানান, কিন্তু এতটাই নিচু স্বরে যে প্রায় শোনা যায়নি। বিচারক কেন শেরাটন তাকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন এবং মামলাটি ১ ডিসেম্বর ক্যামব্রিজ ক্রাউন কোর্টে প্রেরণ করেন।
উইলিয়ামসকে আদালতে আনার সময় তার মুখ সাদা চাদরে ঢাকা ছিল। পুলিশের সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় তিনি এক কর্মকর্তাকে আক্রমণ করেছিলেন। তার বিরুদ্ধে ছুরি রাখার অভিযোগসহ একাধিক মামলাও চলছে।
এই ধারাবাহিক ছুরিকাঘাতের ঘটনায় যুক্তরাজ্যে জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে বহু মানুষ প্রশ্ন তুলেছেন, কিভাবে একই ব্যক্তি দুই দিন ধরে তিনটি পৃথক স্থানে এমন হামলা চালাতে সক্ষম হলো।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে

