TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে টমি রবিনসনের র‍্যালি নিয়ন্ত্রণে ১৬০০ পুলিশ, পাল্টা বিক্ষোভে ২ হাজার মানুষ

সেন্ট্রাল লন্ডন শনিবার উত্তেজনায় টগবগ করেছে টমি রবিনসনের নেতৃত্বে অনুষ্ঠিত ডানপন্থী র‍্যালি ও পাল্টা বিক্ষোভকে ঘিরে। রবিনসনের ডাকে আয়োজিত ‘ইউনাইট দ্য কিংডম’ মিছিলে লাখো সমর্থক অংশ নেন। মিছিলটি ওয়াটারলু ব্রিজ ও হোয়াইটহলের দিকে অগ্রসর হলে পুরো এলাকা ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের পতাকায় ভরে ওঠে।

এই মিছিলে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক কৌশলবিদ স্টিভ ব্যাননসহ একাধিক বক্তা। রবিনসনের অতীতের বিতর্কিত অবস্থান এবং গণমাধ্যমে তাকে ‘রেইসিস্ট’ হিসেবে চিহ্নিত করার কারণে স্থানীয় অভিবাসী ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে শঙ্কা ছড়িয়ে পড়ে।

এদিকে, বামপন্থী ও বর্ণবাদবিরোধী সংগঠন ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’ (SUTR) পাল্টা বিক্ষোভের আয়োজন করে। ‘মার্চ এগেইনস্ট ফ্যাসিজম’ নামে এই মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেয়। টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফর রহমান ওমরাহ থেকে ফেরার পরপরই বিক্ষোভে নেতৃত্ব দেন। তার সঙ্গে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি, ডেপুটি মেয়র, কাউন্সিলর এবং বিভিন্ন সংগঠন যোগ দেয়।

ব্রিটিশ এমপি আপসানা বেগম রবিনসনের কার্যক্রমের তীব্র সমালোচনা করে বলেন, লন্ডন বহুজাতিক ও বহুসাংস্কৃতিক শহর, যেখানে বিভাজন ও ঘৃণার কোনো স্থান নেই। পাল্টা বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ অবস্থান নিলেও পুলিশের কড়া নজরদারির কারণে পুরো এলাকা ছিল টানটান উত্তেজনায়।

নিরাপত্তা নিশ্চিত করতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ প্রায় ১,৬০০ সদস্য মোতায়েন করে। এর মধ্যে ৫০০ পুলিশ আসে দেশের বাইরে বিভিন্ন কাউন্টি থেকে। সংঘর্ষ এড়াতে ব্যারিকেড বসিয়ে ‘স্টারাইল জোন’ তৈরি করা হয়। সন্ধ্যা পর্যন্ত বড় ধরনের সহিংসতার খবর না মিললেও কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৪ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে অভিবাসীর সংখ্যা অর্ধেকে নামানোর অঙ্গীকার

হামাসের সন্ত্রাসী হামলার সমর্থনকারীদের সতর্ক করল যুক্তরাজ্য সরকার

মন্দা কাটিয়ে প্রবৃদ্ধিতে ফিরেছে যুক্তরাজ্য