TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে ভাইয়ের হত্যাকারীকে খুঁজে বের করতে ১০ বছর পর বোনেদের আবেদন

যুক্তরাজ্যে ফুটবল খেলা দেখে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ২১ বছর বয়সী ছাত্র ওলা রাজিকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনার ১০ বছর পর তার পরিবার আবারও জনসাধারণের সহায়তা চেয়েছে দোষীদের খুঁজে বের করতে।

পেকহ্যামে গুলি ও ছুরিকাঘাতে নিহত ২১ বছর বয়সী ওলা রাজির হত্যাকারীদের খুঁজে পেতে জনসাধারণের সহায়তা চেয়েছেন তার বোনেরা।

২০১৫ সালের ২১ এপ্রিল, মঙ্গলবার রাতে দক্ষিণ লন্ডনের পেকহ্যামে ওলা রাজি তার বন্ধুর বাড়িতে বায়ার্ন মিউনিখ ও পোর্তোর মধ্যে চ্যাম্পিয়নস লিগের খেলা দেখেছিলেন। পরে তিনি যখন ইস্ট সারি গ্রোভ এস্টেট দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন, তখন কমার্শিয়াল ওয়ের কাছে দুই ব্যক্তি তাকে ছুরিকাঘাত ও গুলি করে। পরে তিনি হাসপাতালে মারা যান।

রাজির দুই বোন, জায়নাব রাজি ও রুকি ওয়্যার বলেন, “আমরা আমাদের ভাইকে ১০ বছর আগে হারিয়েছি তাকে আর ফিরে পাবো না যা শোকের ও বেদনাদায়ক এক স্মরণ। তার হত্যাকারী শাস্তি পেলে আমাদের পরিবার অন্তত শান্তি পেত।”

স্বতন্ত্র দাতব্য সংস্থা ক্রাইমস্টপারস এই হত্যাকাণ্ডের দোষীদের সনাক্ত ও বিচারের আওতায় আনতে সহায়তা করলে £২০,০০০ পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা এমন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে চায় যারা ২১:৪৫ থেকে ২৩:০০ এর মধ্যে হত্যাকাণ্ড সংগঠিত হওয়া এলাকায় ছিলেন।

তথ্য চেয়ে করা আবেদনে রাজির বোনেরা বলেন: “আমরা একত্র হলে সবসময়ই একটা শুন্যতা অনুভব করি। এমন কি আমাদের পরিবারের শিশুরাও কখনও তাদের মামাকে দেখেছি। যা আমাদের ব্যথিত করে।

কিন্তু এটি শুধুমাত্র আমাদের পরিবারের ব্যাপার না – এটি পেকহ্যাম ও দক্ষিণ লন্ডনের রাস্তাগুলোর নিরাপত্তার প্রশ্ন। যারা এটা করেছে, তারা আবারও এমন হামলা করতে পারে। হয়তো তারা ইতোমধ্যেই আরো অঘটন ঘটিয়েছে।

আমরা এখন সত্যের কাছাকাছি যাচ্ছি –আমরা এখন জানি ওলা আক্রমণের ঠিক আগে কিছু ফোনকল পেয়েছিল। যেকোনো ছোটখাট প্রমাণ বা জানা তথ্যই দোষীদের কারাগারে পাঠাতে এবং পুরো সম্প্রদায়ের জন্য রাস্তাগুলোকে আরও নিরাপদ করতে যথেষ্ট হতে পারে।”

গত সপ্তাহে ওলার বোনেরা মেইল অনলাইন-কে বলেন, পুলিশের ব্যর্থতার কারণে নিজেদের উদ্যোগে তদন্ত করে তারা দুইজন নতুন প্রত্যক্ষদর্শীর খুঁজ পেয়েছেন।

ওলা হত্যাকাণ্ডের তদন্তে নেতৃত্ব দিচ্ছেন ডিটেকটিভ চিফ ইনস্পেক্টর অ্যালেক্স গামাম্পিলা।

তিনি বলেন, “ওলা ছিল একজন নিরীহ মানুষ, ভুল সময়ে ভুল জায়গায় ছিল। তার এই মৃত্যু তার পরিবার, বন্ধু এবং স্থানীয় কমিউনিটিকে গভীরভাবে নাড়া দিয়েছে।

১০ বছর পরে হলেও, আমরা এখনও তথ্য জানাতে যেকোনো ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানাই।

আপনি কি সেদিন রাতে পেকহ্যামে ছিলেন? আপনি কি ফুটবল খেলা দেখছিলেন বা কমার্শিয়াল ওয়ে’র কাছাকাছি ছিলেন? আপনি কি গুলির শব্দ বা অস্বাভাবিক কিছু দেখেছেন বা শুনেছেন?

যেকোনো তথ্যই গুরুত্বপূর্ণ হতে পারে – এমনকি সবচেয়ে ছোট কোনো তথ্য হলেও – যা আমাদের ওলার হামলাকারীদের সনাক্ত করতে সাহায্য করতে পারে।”

ক্রাইমস্টপারস-এর লন্ডন আঞ্চলিক ব্যবস্থাপক অ্যালেক্সা লুকাস বলেন, ওলার মৃত্যু তার পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের জন্য “অত্যন্ত দুশ্চিন্তাজনক।”

মেট পুলিশ জানিয়েছে, তারা এখনও তদন্ত করে দেখছে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পায়ে হেঁটে পালিয়ে গিয়েছিল কি না।

হত্যাকাণ্ডের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল এবং বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছিল, তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি।

মেট পুলিশ হতে ঘোষণা দেয়া হয় যে কেউ তথ্য দিতে চাইলে ১০১ নম্বরে কল করে রেফারেন্স 2597/16APR25 উল্লেখ করে, অথবা নির্দিষ্ট ক্রাইম ওয়েবসাইটে আবেদনের পৃষ্ঠায় ছবি বা ভিডিওসহ তথ্য আপলোড করতে পারেন।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২২ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের আবাসন মন্ত্রীকে মন্ত্রীত্ব ছাড়ার হুঁশিয়ারি

লন্ডনে ধর্ষণের সংখ্যা দিন দিন বাড়ছে

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বাড়তে যাচ্ছে ব্রডব্যান্ড সেবার মান