লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় বয়স্কদের কল্যাণে অসামান্য অবদান রাখার জন্য সম্প্রতি হাজেরা বিবিকে সম্মাননা প্রদান করা হয়েছে। স্যোশাল মিডিয়াতে সম্প্রচারিত এক প্রতিবেদনে জানা যায়, হাজেরা বিবি দীর্ঘদিন ধরে বয়স্কদের সেবা ও সহায়তায় নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন।
হাজেরা বিবি স্থানীয় কমিউনিটির একজন পরিচিত মুখ, যিনি বার্ধক্যে উপনীত মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষায় নানা রকম সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন। তার উদ্যোগে অনেক একাকী ও অসহায় বয়স্ক মানুষ সামাজিক বন্ধনে জড়িত হতে পেরেছেন এবং নতুন করে জীবনের আশাবাদ খুঁজে পেয়েছেন।
স্যোশাল মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, টাওয়ার হ্যামলেটসে তার নেতৃত্বে পরিচালিত বয়স্কদের বিভিন্ন ক্লাব, স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি ও সাংস্কৃতিক মিলনমেলাগুলি স্থানীয়দের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
এই সম্মাননা প্রাপ্তিতে হাজেরা বিবি বলেন, “আমি কেবল নিজের দায়িত্ব পালন করছি। সমাজের বয়স্ক মানুষদের পাশে থাকা আমাদের সবার কর্তব্য। এই স্বীকৃতি আমাকে আরও উৎসাহ দেবে।”
স্থানীয় অধিবাসী এবং কমিউনিটি নেতৃবৃন্দও তার কাজের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে তার নেতৃত্বে আরও কার্যকরী উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৪ মে ২০২৫