TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের রমফোর্ডে তরুণী খুনঃ পরিচয় অজ্ঞাত, পুলিশকে তথ্য দিতে আহ্বান

লন্ডনের পূর্বাঞ্চল রমফোর্ডে এক তরুণীকে হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। শনিবার ভোরে চ্যাডওয়েল হিথ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে জরুরি সেবায় ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গুরুতর আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করেন অ্যাম্বুলেন্স কর্মীরা। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহত তরুণীর বয়স ২০-এর কোঠায় বলে ধারণা করছে পুলিশ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারকে সহায়তার জন্য পারিবারিক লিয়াজোঁ কর্মকর্তারা কাজ করছেন।

এ হত্যাকাণ্ড ঘিরে এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে। যারা ঘটনাটি সম্পর্কে কোনো তথ্য জানেন তাদের ১০১ নম্বরে কল করতে অথবা ক্রাইমস্টপারসের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
১৭ আগস্ট ২০২৫

আরো পড়ুন

শিশুদের স্বাস্থ্যে লাগাম টানতে জাঙ্ক ফুড বিজ্ঞাপনে যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে শিশু ধর্ষক ও গ্রুমিং গ্যাংয়ের নেতা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন

ইউনিভার্সাল ক্রেডিট কমলে বিপদে পড়বে ব্রিটেনের স্বল্প আয়ের মানুষ

অনলাইন ডেস্ক