TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

লন্ডনের রাস্তায় সাধারণ জীবনে তারেক রহমান, রাজনৈতিক মহলে আলোচনার ঝড়

লন্ডনের একটি লোকাল বাসস্টপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অপেক্ষা করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান। ২০০৭ সালের ১/১১ এর পর বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি দেশ ছাড়েন। সেই থেকে তিনি লন্ডনে বসবাস করে আসছেন।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ক্ষমতা পালাবদলের পর রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তারেক রহমান দেশে ফিরে সরাসরি নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন। নতুন রাজনৈতিক বাস্তবতায় তার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে তারা মনে করছেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যে সাধারণ নাগরিকের মতো জীবনযাপন করে অর্জিত অভিজ্ঞতা তারেক রহমানকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে। তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনের পথে কতটা ভূমিকা রাখতে পারবেন, সেটাই এখন রাজনৈতিক মহলের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০২ আগস্ট ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে দ্রুততম গতিতে বাড়ছে দ্রব্যমূল্য, বাড়তে পারে সুদের হারও

অনলাইন ডেস্ক

চার দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত-এনসিপিসহ আট দল

এইচআরডব্লিউ থেকে আইন উপদেষ্টাকে চিঠি, ‘শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড নয়’