TV3 BANGLA
বাংলাদেশ

লেবানন থেকে দেশে ফিরলেন ৪১২ বাংলাদেশি

লেবাননের রাজধানী বৈরুত থেকে ৪১২ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন। 

গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

করোনা ভাইরাসের কারণে প্লেন চলাচল বন্ধ থাকায় দীর্ঘদিন যাবত নিবন্ধিত বাংলাদেশিদের দেশে ফেরার পথ বন্ধ ছিল। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ সরকার আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে। এরই অংশ হিসেবে শুক্রবার দেশে ফেরেন এসব বাংলাদেশি। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ দপ্তরের কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেন।

১১ সেপ্টেম্বর ২০২০

আরো পড়ুন

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত ভারতের

গুলশান থেকে তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার

ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে পাকিস্তান, কিছু জানায়নি বাংলাদেশ