13.3 C
London
May 19, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

লেবানন থেকে দেশে ফিরলেন ৪১২ বাংলাদেশি

লেবাননের রাজধানী বৈরুত থেকে ৪১২ বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন। 

গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

করোনা ভাইরাসের কারণে প্লেন চলাচল বন্ধ থাকায় দীর্ঘদিন যাবত নিবন্ধিত বাংলাদেশিদের দেশে ফেরার পথ বন্ধ ছিল। বৈরুতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ সরকার আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে। এরই অংশ হিসেবে শুক্রবার দেশে ফেরেন এসব বাংলাদেশি। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ দপ্তরের কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেন।

১১ সেপ্টেম্বর ২০২০

আরো পড়ুন

দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট

বিনামূল্যে ১৫০০ কিডনি প্রতিস্থাপনের রেকর্ড করতে যাচ্ছেন ডা. কামরুল

আমার গুলিতেই সিনহার মৃত্যু হয়: লিয়াকত

অনলাইন ডেস্ক