4 C
London
January 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

শিশুরাও পাবে বড়দের সমান শাস্তি!

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য সরকার নতুন একটি আইন পাস করেছে। পাসকৃত আইন অনুযায়ী ১০ বছরের শিশুও যদি হত্যাকাণ্ড, গুরুতর আঘাত বা বাড়িতে চুরির মতো অপরাধে দোষী সাব্যস্ত হয়। তবে তাকে প্রাপ্তবয়স্কদের মতো কঠোর শাস্তি দেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

রাজ্য সরকার জানায়, অপরাধ প্রবণতা কমাতে এবং কিশোরদের দ্বারা সংঘটিত অপরাধের কারণে জনগণের ক্ষোভের প্রতিক্রিয়া হিসেবেই এমন আইন করা হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, কুইন্সল্যান্ডের লিবারেল ন্যাশনাল পার্টি গত অক্টোবরের নির্বাচনে জয়ী হয়। দলটি নির্বাচনী প্রচারণায় কিশোর অপরাধ দমন নীতিকে অগ্রাধিকার দিয়ে বলেছিল— অপরাধীদের অধিকারের চেয়ে ভুক্তভোগীদের অধিকারের পক্ষে থাকবে তারা।

নতুন এই আইনটি কিশোর অপরাধের জন্য জনগণের ক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে প্রবর্তন করা হয়েছে এবং সরকারের দাবি, এটি অপরাধ কমাতে সহায়ক হবে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এই আইন যুব অপরাধ আরও বাড়িয়ে তুলতে পারে। জাতিসংঘও এই আইনটি মানবাধিকার লঙ্ঘন বলে সমালোচনা করেছে।

উল্লেখ্য, এ আইন অনুযায়ী, ১৩টি গুরুতর অপরাধের জন্য শিশুরাও বড়দের মতো শাস্তি পাবে, যার মধ্যে রয়েছে হত্যার জন্য আজীবন কারাদণ্ড।

এদিকে রাজ্যটির পুলিশ এই পরিবর্তনকে সঠিক পদক্ষেপ হিসেবে দেখলেও, কিছু বিশেষজ্ঞ জানান, এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থি এবং আদিবাসী শিশুদের জন্য আরও ক্ষতিকর হতে পারে।

অস্ট্রেলিয়ার শিশু কমিশনার বলেছেন, এই আইন শিশুদের মানবাধিকারের প্রতি অবহেলা এবং ভবিষ্যতে আরও গুরুতর অপরাধ সংঘটনের সম্ভাবনা তৈরি করবে।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৩ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

আরেকটা বড় দুঃসংবাদ পেল ভারত!

টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি ফ্লাইট বাতিলের ঘোষণা ইসরাইলের