TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

শীতে রাস্তায় অসহায় মানুষ দেখলে স্ট্রিটলিংকে জানানোর আহ্বান লন্ডন মেয়র সাদিক খানের

ইংল্যান্ড ও ওয়েলসে খোলা আকাশের নিচে ঘুমানো বা ঘুমানোর প্রস্তুতি নেওয়া মানুষদের সহায়তায় স্ট্রিটলিংক (StreetLink) ব্যবহারের আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। 
এক ভিডিও বার্তায় তিনি জানান, রাস্তায় কাউকে কষ্টে দিন কাটাতে দেখলে কিংবা শীতে কাবু হয়ে জড়োসড়ো অবস্থায় থাকলে তাৎক্ষণিকভাবে স্ট্রিটলিংকে তথ্য শেয়ার করা জরুরি।
স্ট্রিটলিংক এমন একটি সেবা, যা ইংল্যান্ড ও ওয়েলসে যেকোনো ব্যক্তি ব্যবহার করতে পারেন। রাস্তায় কেউ ঘুমাচ্ছেন বা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন—এমন কাউকে দেখলে সাধারণ মানুষ স্ট্রিটলিংকের মাধ্যমে একটি সতর্কবার্তা পাঠাতে পারেন। এই বার্তাগুলো সরাসরি স্থানীয় আউটরিচ টিমের কাছে পৌঁছে যায়।
আউটরিচ টিমগুলো সাধারণত রাতের সময় মাঠে নেমে রাফ স্লিপারদের খুঁজে বের করে। তারা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে তার পরিস্থিতি ও প্রয়োজন মূল্যায়ন করে এবং স্থানীয় সহায়তা সেবা, আশ্রয় বা প্রয়োজনীয় সহায়তার সঙ্গে যুক্ত করার চেষ্টা করে।
স্ট্রিটলিংক নিজে কোনো আবাসনের ব্যবস্থা করে না এবং সরাসরি গিয়ে কাউকে খোঁজে না। বরং এটি সাধারণ মানুষ ও স্থানীয় আউটরিচ সেবাদানকারী সংস্থার মধ্যে একটি কার্যকর সংযোগ সেতু হিসেবে কাজ করে, যাতে গৃহহীন মানুষদের দ্রুত সহায়তার আওতায় আনা যায়।
স্ট্রিটলিংকের মাধ্যমে শুধুমাত্র ১৮ বছর বা তার বেশি বয়সী সেইসব মানুষের বিষয়ে অ্যালার্ট পাঠানো যাবে, যারা খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন বা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন। ১৮ বছরের কম বয়সী কাউকে এমন অবস্থায় দেখলে ৯৯৯ নম্বরে কল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
যারা ভিক্ষা করছেন বা সমাজবিরোধী আচরণে জড়িত কিন্তু রাস্তায় ঘুমাচ্ছেন না—তাদের বিষয়ে স্ট্রিটলিংকে তথ্য না পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
লন্ডন মেয়র সাদিক খান বিশেষভাবে উল্লেখ করেন, বনেল রোডসহ শহরের যেকোনো এলাকায় যদি কেউ অসহায় অবস্থায় দিন কাটান বা শীতের কারণে কষ্টে থাকেন, তাহলে স্ট্রিটলিংকে তথ্য শেয়ার করাই হতে পারে তার জন্য প্রথম ও গুরুত্বপূর্ণ সহায়তার পথ।
স্ট্রিট লিংকে তথ্য প্রদান করতে
সূত্রঃ স্ট্রিট লিংক
এম.কে

আরো পড়ুন

বিতরণের সময় হারিয়েছে শত শত ব্রিটিশ পাসপোর্ট!

হঠাৎ ব্রিটেনের রাজনীতি টালমাটাল

‘রুশনারা আলী ব্রিটেনের বিল্ডিং সেফটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন -সংবাদটি সত্য নয়’