17.4 C
London
May 14, 2025
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবরসারাদেশ

শীর্ষ দশে নেই ভারত-পাকিস্তান, বাংলাদেশ অষ্টম

যেসব দেশের মানুষ সবচেয়ে বেশি ধূমপান করেন তার মধ্যে অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশে ধূমপায়ীর হার ৩৯.১ শতাংশ। এর মধ্যে ১৭.৭ শতাংশ নারী। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ে প্রকাশিত একটি পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

ধূমপায়ীর হারে সবার ওপরে রয়েছে নাউরু। এরপরে রয়েছে- কিরিবাতি, তুভালু, মিয়ানমার, চিলি, লেবানন, সার্বিয়া, বাংলাদেশ, গ্রিস, বুলগেরিয়া।

নাউরুতে ধূমপায়ীর হার ৫২.১ শতাংশ, মিয়ানমারে ৪৫.৫ শতাংশ, লেবাননে ৪২.৬ শতাংশ, গ্রিসে ৩৯.১ শতাংশ।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী তামাকের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে বছরে ৮০ লাখ মানুষের মৃত্যু হয়।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ আরও বলছে, দক্ষিণপূর্ব এশিয়া ও ইউরোপের বলকান অঞ্চলে ধূমপায়ীর হার সর্বোচ্চ। পশ্চিম ইউরোপ ও আমেরিকায় সাধারণত ধূমপায়ীর হার কম দেখা গেলেও এবার দেখা যাচ্ছে চিলি ধূমপায়ীর হারে বিশ্বে পঞ্চম।

তবে তামাকের প্রভাব নিয়ে মানুষের জ্ঞান বৃদ্ধি ও তামাকবিরোধী প্রচারণার কারণে ধূমপানের হার আগের চেয়ে কমেছে।

আরো পড়ুন

৯২ বছর বয়সে পঞ্চম বিয়ের পিঁড়িতে বসছেন রুপার্ট মারডক

বেশি ‘প্রাণনাশক’ করোনার নতুন ধরন

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সক্রিয় টোরি এমপি