3.4 C
London
January 19, 2025
TV3 BANGLA
ফিচার

শুধু লাগান তেঁতুল তাতেই হুড়মুড় করে বাড়বে যৌবন

উজ্জ্বল ও তরতাজা ত্বক সবাই চাই! যার কারণে নিয়মিত ক্লিনজিং, টোনিং ও ময়শ্চরাইজিং করা হয়ে থাকে।

তাছাড়া বর্তমান যুগে বের হয়েছে নানা ধরনের ফেসপ্যাক, বাড়ছে বিভিন্ন ফেসপ্যাকের ব্যবহার। ত্বক উজ্জ্বল করতে পার্লারে গিয়ে খরচ করছে মানুষ হাজার হাজার টাকা।

কিছু মানুষ আবার প্রাকৃতিক উপাদানে নির্ভরশীল। অনেকে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে বেসন ও লেবু ব্যবহার করে থাকেন।

তবে কম খরচে ত্বক উজ্জ্বল করতে চাইলে ব্যবহার করতে পারেন তেঁতুল। তেঁতুলে ফসফরাস, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেশিয়াম ইত্যাদি মিনারেল রয়েছে যা ত্বকের জন্য উপকারী।

জেনে নিন ত্বক পরিচর্যায় তেঁতুল কিভাবে ব্যবহার করবেন?

* হলুদ-তেঁতুলের ফেসপ্যাকঃ

পরিমাণ মতো তেঁতুল গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ক্বাথ বার করুন। দু’চামচ তেঁতুলের ক্বাথের সঙ্গে এক চা চামচ হলুদ গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়ে ত্বকে লাগিয়ে নিন। মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকটি সপ্তাহে দুই বার ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়বে।

* মধু-বেসন-তেঁতুলের ফেসপ্যাকঃ

১ চামচ তেঁতুলের ক্বাথ, ১ চামচ হলুদ ও ২ চামচ বেসন নিয়ে একটি ফেসপ্যাক বানান। এই প্যাক সারা মুখে এবং ঘাড়ে লাগিয়ে নিয়ে মিনিট দশেক রেখে দিন। তার পর ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক ত্বকের কালচে দাগ তুলতে সাহায্য করে। তৈলাক্ত ত্বক থাকলে এই ফেসপ্যাক বেশ উপকারী।

* তেঁতুলের স্ক্রাবঃ

২ চামচ তেঁতুলের ক্বাথ, ২ চামচ ব্রাউন সুগার ও ১ চা চামচ বেকিং সোডা ভালো করে মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। এই স্ক্রাব ব্যবহার করলে ত্বকের মৃত কোষগুলো দূর হয়। চিনি ত্বকের ময়লা দূর করে ত্বক পরিষ্কার করে। বেকিং সোডা ত্বকের জেল্লা ফিরিয়ে আনে।

এম.কে
১৯ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি তরুণ

হোয়াটসঅ্যাপ ব্যবহারে লাগবে না ফোন নম্বর

২০৩৫ সালের মধ্যে ওজন বেড়ে যাবে অর্ধেক বিশ্বের

নিউজ ডেস্ক