TV3 BANGLA
বাংলাদেশ

শ্রীলংকায় দুর্যোগঃ বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং ৬০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় দেশটির কর্তৃপক্ষ কিছু এলাকায় যাত্রীবাহী ট্রেন চলাচল এবং সড়কপথ বন্ধ করে দিয়েছে।

এ অবস্থায় শ্রীলংকায় অবস্থানকারী বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (২৮ নভেম্বর) হাইকমিশনের জরুরি বার্তায় বলা হয়েছে, “বাংলাদেশ হাইকমিশন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সকল বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলংকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করছে।”

“কোনো বাংলাদেশি পর্যটক যদি কোথাও আটকে পড়ে থাকেন, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন; আবাসস্থল কিংবা যাত্রাপথে ফিরে যেতে না পারেন, অথবা যেকোন জরুরি সহায়তা, পরামর্শ বা প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে হটলাইনে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। জরুরি হটলাইন নম্বর: +৯৪ ৭১ ৭৬০ ৬৩৯৪, +৯৪ ৭১ ৩৬৮ ০৪৬১”

বার্তায় আরও বলা হয়েছে, “আমরা বাংলাদেশি পর্যটকসহ সকলকে অনুরোধ করছি—অনুগ্রহ করে শান্ত থাকুন, হোটেল/ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং ৬০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে সরকার সরকারি অফিস ও স্কুল বন্ধ করে দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বৃহস্পতিবার জানায়, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিমি পূর্বে অবস্থিত মধ্য শ্রীলঙ্কার বাদুল্লা ও নুয়ারা এলিয়া—এই পাহাড়ি চা-বাগান এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে ২৫ জনের মৃত্যু হয়েছে। একই এলাকায় আরও ২১ জন নিখোঁজ এবং ১০ জন আহত হয়েছেন বলে কেন্দ্রটি জানিয়েছে।

গত সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় বিরূপ আবহাওয়া শুরু হয়। সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। অনেক বাড়িঘর, জমি ও সড়ক প্লাবিত হয়। বৃষ্টি ও ঢলের কারণে নদ-নদী ও জলাধারের পানি উপচে পড়েছে, ফলে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। কিছু গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত ও প্লাবিত হওয়ায় প্রদেশগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশে ব্রিটিশ নাগরিকদের উচ্চ ঝুঁকির কথা বলে সতর্কতা জারি

নিউজ ডেস্ক

সুন্দরী নারী সেজে প্রতারণার ফাঁদ!

অনলাইন ডেস্ক

অবন্তিকার আত্মহত্যায় উত্তপ্ত জবি, আগুন জ্বালিয়ে বিক্ষোভ