বার্মিংহামের অ্যাস্টন এলাকায় পূর্বপরিকল্পিত পুলিশের এক অভিযানে ২৯ বছর বয়সী এক নারীকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ জানায়, সন্ত্রাসবাদে উৎসাহ প্রদান এবং সন্ত্রাসবাদী প্রকাশনা ছড়িয়ে দেওয়ার সন্দেহে ওই নারীকে আটক করা হয়েছে। অভিযোগগুলো যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর ধারার আওতায় পড়ে, যা অনলাইন বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে সন্ত্রাসবাদ প্রচার বা সমর্থনের বিষয়গুলো কঠোরভাবে দমন করে।
অভিযানটি ছিল একটি পূর্বপরিকল্পিত নিরাপত্তা পদক্ষেপের অংশ, যা দীর্ঘ নজরদারি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে। তদন্তকারীরা সংশ্লিষ্ট ডিজিটাল উপকরণ ও সম্ভাব্য প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে, এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় সম্প্রদায়ে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে।
সূত্রঃ বিবিসি
এম.কে

